Monday, November 16th, 2015




হৃত্বিকের বাড়িতে ফের বিয়ের বাদ্য!

1102

আপনি যদি খবরটির শিরোনাম পড়েই বুঝে ফেলেন যে স্ত্রী সুসানের সাথে ছাড়াছাড়ি হওয়ার পর ফের বিয়ে করতে চলেছেন বলিউডের ‘কৃষ’ খ্যাত অভিনেতা ঋত্বিক রোশান, তাহলে ভুল ভাবছেন! তবে এটা ঠিক যে ঋত্বিকের বাড়িতেই বাজবে বিয়ের সাঁনাই!

জানা গেছে, সব ঠিকঠাক থাকলে শিগগিরই ঋত্বিকের বাড়িতে বাজবে বিয়ের সাঁনাই। আর তা ঋত্বিকের বিয়ের নয়, বরং ঋত্বিকের বোন সুনয়না রোশানের! ছোট্টবেলার বন্ধু ভরত কাপুরের সাথেই পারিবারিকভাবে তার বিয়ে সংঘঠিত হতে যাচ্ছে।

ভরত কাপুর পেশায় একজন প্রকৌশলী। তার সম্পর্কে ঋত্বিক রোশানের বোন সুনয়না গণমাধ্যমকে বলেন, দেরীতে হলেও ঈশ্বর আমাকে সবচেয়ে ভালো উপহারটিই দিলেন।

উল্লেখ্য, গত বছর বলিউড স্টার ঋত্বিক রোশানের সাথে ছাড়াছাড়ি হয়ে যায় স্ত্রী সুসান খানের। তবে এই দম্পতির দুই সন্তান হৃহান ও হৃদানের আইনি অভিভাবকত্ব পান সুসান। তবে বিচ্ছেদ ঘোষণার পরও দুই সন্তানের কারণে ঋত্বিক-সুসানকে একসঙ্গে দেখা গেছে অনেকবার। চলতি বছরের প্রথমদিকেও তাদের একসাথে দেখা গেছে, কিন্তু বেশকিছুদিন যাবৎ ঋত্বিক রোশানের সাথে সুসানের এক ধরণের দূরত্ব তৈরি হওয়ায় এমনটা আর দেখা যায় না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category