সোনারগাঁ প্রতিনিধি,নারায়ণগঞ্জ প্রতিদিন ডট কম ঃ নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার জিলারবাগ এলাকায় ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মোতালেব (২৮) কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার রাত ১১টায় মাদক বিরোধী অভিযান পরিচালনা কালে তাকে গ্রেফতার করেছে।
জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-পরিদর্শক মাজহারুল ইসলাম নারায়ণগঞ্জকে প্রতিদিন’কে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জিলারবাগ এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসময় এলাকায় মাদক স¤্রাট মোতালেবকে ইয়াবা ট্যাবলেট বিক্রিকালে গ্রেফতার করা হয়। পরে তার কাছ থেকে ১২‘শ ৫০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত মোতালেব একই এলাকার খালেক মিয়ার ছেলে। এ ব্যপারে মোতালেবের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে বৃহস্পতিবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply