সোনারগাঁও প্রতিনিধি,নারায়ণগঞ্জ প্রতিদিন ডট কম : গত ১০ নভেম্বর মঙ্গলবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর বাসষ্ট্যান্ড এলাকা থেকে যাত্রীবাহি বাসে যাত্রীসেজে ডাকাতির প্রস্তুতিকালে ছয় ডাকাতকে গ্রেফতার করে পুলিশ। এদের মধ্যে ডাকাত সর্দার শাহিনুর ওরফে শাহিন স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন আদালতে। সোমবার সকালে জেলা জুডিশিয়ার ম্যাজিস্ট্রেট ইসতিয়াক জাহান সাইদুর এর আদালতে এ স্বীকারোক্তি মূলক জবানন্দী দেন বলে জানিয়েছেন সোনারগাঁ থানায় উপ-পরিদর্শক আব্দুল হক সিকদার।
আব্দুল হক সিকদার জনান, কাঁচপুর বাসষ্ট্যান্ড এলাকা থেকে যাত্রীবাহি বাসে যাত্রীসেজে ডাকাতির প্রস্তুতিকালে শাহিনুর ওরফে শাহিন জেলার আড়াই হাজার থানার মুকুন্দি গ্রামের ঈমান আলী ছেলে, পাখি ওরফে ফারুক একই জেলার আড়াইহাজার থানার রামচন্দী গ্রামের মৃত আব্দস ছালামের ছেলে, দেলোয়ার ওরফে রাজা ঢাকা ডিএমপি গেন্ডারিয়া থানার টিকাটুলি নারিন্দারোডের ফুল মিয়ার ছেলে, জাকির হোসেন ঢাকা জেলার দক্ষিনখান থানার গোয়ালটেক এলাকার নুরুমিয়া ছেলে, মোঃ সাজেদুর দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানার বড় মাগুরা গ্রামের আব্দুল আজিজের ছেলে ও আক্কাছ আলী মাদারীপুর জেলার শিবচর থানার কাঠাল বাড়িচর গ্রামের মৃত সোনামিয়া সিপাইসহ ছয় ডাকাতকে গ্রেফতার করি।
এ ঘটনায় ১০ নভেম্বর সকালে তাদের ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরন করি। বিজ্ঞ আদালত তাদের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করে। সোমবার সকালে শাহিনুর ওরফে শাহিন টি আর ট্রাভেলস বাসে ডাকাতিসহ বন্দর সহ বিভিন্ন এলাকায় ডাকাতির কথা স্বীকার করে।
তিনি আরো জানান, গ্রেফতারকৃত ডাকাত সর্দার শাহিনুর ওরফে শাহিনের বিরুদ্ধে নরসিংদীসহ বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি ও ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে।
Leave a Reply