Wednesday, November 25th, 2015




সিদ্ধিরগঞ্জ হীরাঝিলে অগ্নিকান্ড ক্ষতি ৮ লাখ টাকা

p1-25-11-15
নিজস্ব সংবাদদাতা : সিদ্ধিরগঞ্জের হীরাঝিলে অগ্নিকান্ডে পুড়ে গেছে মালামালসহ ২ টি দোকান। ক্ষতির পরিমান কমপক্ষে ৮ লাখ টাকা।গতকাল বুধবার বিকেল ৪ টায় ফ্রিজের বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।তবে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রন করে ফেলে। হীরাঝিল ৩ নং সড়কের মসজিদ গলির মাথায় ফাহিম ডিপার্টম্যান্টাল ষ্টোরের মালিক মিজান জানায় কমপক্ষে তার দোকানের ৭ লাখ টাকার মালামাল ক্ষতি হয়েছে। এ ষ্টোরটিতে বিকাশ সার্ভিস পরিচালিত হতো।অথৈ হেয়ার সেলুনের মালিক উত্তম চন্দ্রশীলের দাবি তার দোকানে ৬০/৭০ হাজার টাকা ক্ষতি হয়েছে। জেরিন ফার্মেসীতে আগুন ছড়াতে না পারলেও মালিক আবদুল জব্বার জানায়,তাড়াহুড়া করে মালামাল বের করতে গিয়ে ২০ হাজার টাকার ওষুধ নষ্ট হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category