সিদ্ধিরগঞ্জ সংবাদদাতা,নারায়ণগঞ্জ প্রতিদিন ডট কম : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে স্ত্রীর সাথে অভিমান করে আলী হোসেন (৪০) নামে এক ব্যক্তি ফাঁসি দিয়ে আতহত্যা করেছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় নাসিক ২নং ওয়ার্ড সাহেবপাড়া বড় মসজিদ এলাকায় এ ঘটনাটি ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। নিহত আলী হোসেন শরীয়তপুর জেলার চরপাড়া এলাকার হাবিবুর রহমানের ছেলে। সে সাহেবপাড়া ইউসুফের বাড়ির ভারাটিয়া।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মুঃ সরাফাত উল্লাহ জানান, মঙ্গলবার সকালে স্ত্রীর সাথে আলী হোসেনর ঝগড়া হয়। স্ত্রীর উপর অভিমান করে নিজ ঘরের ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আতœহত্যা করে। খবর পেয়ে পুলিশ ঘরের দরজা ভেঙ্গে লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ ২শত শয্যা হাপাতাল মর্গে প্রেরন করে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে।
Leave a Reply