নারায়ণগঞ্জ প্রতিদিন ডট কম : নি¤œমানের মিষ্টি তৈরী, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে পরিবেশনসহ সরকারের ভ্যাট ফাঁকির কারণে সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। এ সময় ১ মিষ্টির কারখানা ১ টি মিষ্টির দোকান ও ২টি খাবারের দোকানে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। এ সময় ১লাখ ৫৫হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।
অস্বাস্থ্যকর, নোংরা পরিবেশে নি¤œ মানের খাবার তৈরি ও পরিবেশন করার অপরাধে সহকারী ভূমি কমিশনার (সিদ্ধিরগঞ্জ সার্কেল) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শিলু রায় এ অর্থদন্ড প্রদান করেন। বুধবার সকাল সাড়ে ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। অর্থদন্ডপ্রাপ্ত প্রতিষ্ঠান গুলোর মধ্যে পাঠানটুলী ক্যাফে আড্ডা হোটেলকে ২০ হাজার, চৌধুরীবাড়ী লক্ষ্মী মিষ্টান্ন ভান্ডারকে ১০হাজার, গোদনাইল ২নং ঢাকেশ্বরী ওমেগা কাবাব হোটেলকে ২৫ হাজার ও সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় প্রাণভল্লম মিষ্টি কারখানায়কে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
এ সময় নির্বাহী ম্যাজিষ্ট্রেট শিলু রায় সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় ফুড গার্ডেন নামে একটি চাইনিছ রেষ্টুরেন্টের ভিতরে স্কুল কলেজ পড়–য়া ছাত্র-ছাত্রীরা ফ্রি ওয়াইফাই নেট সংযোগ পেয়ে ঘন্টার পর ঘন্টা আড্ডা করছে এমন অভিযোগে রেষ্টুরেন্টটি পরিদর্শন করেন। এ সময় বিদ্যুতের লোড শেডিং থাকায় ওয়াইফাই নেট বন্ধ ছিল। পরে তিনি সার্বিক অবস্থা দেখে রেষ্টুরেন্ট কর্তৃপক্ষকে বসার স্থানের চেয়ারগুলোর উচ্চতা কমানোসহ খোলামেলা পরিবেশ তৈরী করতে বলেন।
অভিযান শেষে সহকারী ভূমি কমিশনার (সিদ্ধিরগঞ্জ সার্কেল) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শিলু রায় বলেন, অর্থদন্ডের পাশাপাশি দ্রুত স্বাস্থ্যকর পরিবেশে মান সম্মত খাবার তৈরী ও পরিবেশন করতে হোটেল ও মিষ্টির কারখানার মালিকদের নির্দেশ দেয়া হয়েছে।
Leave a Reply