সিদ্ধিরগঞ্জ প্রতিবেদক,নারায়ণগঞ্জ প্রতিদিন ডট কম : সিদ্ধিরগঞ্জে ১শত পিছ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আব্দুস সালাম (৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে এসআই জহুরুল ইসলাম এর নেতৃত্বে পুলিশের একটি দল বুধবার সকাল সাড়ে ১০ টায় সিদ্ধিরগঞ্জ এনায়েত নগর এলাকা থেকে তাকে ওই ইয়াবাসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত সালাম পাঠানচটুলী এলাকার জয়নাল আবেদীনের ছেলে ও এনায়েত নগর এলাকার মোহাম্মাদ আলীর ভাড়াটিয়া। সে পাঠানটুলী আইলপাড়া এলাকার চিহৃত মাদক ব্যবসায়ী পিস্তল দেলুর সহযোগী।
এলাকাবাসী জানান, সালাম পিস্তল দেলুর সহযোগী হলেও সে যুবলীগ নেতা শহিদুল্লাহ ওরফে কালা মানিকের সেল্টারের মাদক ব্যবসা করে। কালা মানিকের রয়েছে ১০/১২ জন মাদক ব্যবসায়ী সিন্ডিকেট। তাদের প্রত্যেকের রয়েছে কয়েকজন খুচরা বিক্রেতা। তারা পাঠানটুলী, নতুন আইলপাড়া, এনায়েতনগর, কুমিল্লা পট্টি, হাজীগঞ্জ, গোপটা, আইটি স্কুল, জেলাপাড়া পুল, চৌধুরীবাড়ি এলাকায় প্রকাশে ইয়াবা বিক্রয় করে। আর এ সব মাদক ব্যবসার টাকা দেয় শহিদুল্লাহ ওরয়ে কালা মানিক। আমরা এলাকাবাসী কালা মানিককে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (ওসি) মুঃ সারাফাত উল্লাহ এর সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত সালাম ও পিস্তল দেলুর বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। দেলুকে আটক ও তার মাদক ব্যবসা চিরতরে বন্ধ করতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply