নিজস্ব সংবাদদাতা,নারায়ণগঞ্জ প্রতিদিন ডট কম :নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার সিমান্তবর্তী ডেমরা থানার পশ্চিম সানারপাড় এলাকায় এনামুল হক গিয়াস (৪৮) নামে সারুলিয়া ইউনিয়ন ৮ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদককে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার বেলা ১১ টায় পশ্চিম সানারপাড় তাঁতী পুকুরের দক্ষিনে একটি পরিত্যক্ত প্রাচীর ঘেরা খোলা জায়গায় তার লাশ পড়ে থাকতে দেখা যায়। মৃত গিয়াস ওই এলাকার মৃত আব্দুল মজিদ ভূইয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়,শনিবার সকালে স্থানীয়রা গিয়াসের লাশ পড়ে থাকতে দেখে থানা পুলিশকে খবর দেয়। তবে প্রাথমিক ভাবে তাদের ধারনা তাকে অন্যত্র হত্যা করে গভীর রাতের কোন এক সময় ঐ নির্জন স্থানে ফেলে চলে যায়। তবে এ হত্যাকান্ডের ব্যাপারে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা কোন প্রকার সঠিক তথ্য দিতে পারেনি। খবর পেয়ে ঘটনাস্থলে থানা পুলিশের পাশাপাশি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি,র্যাব ও সিআইডি ক্রাইম সিনের একটি টিম পরিদর্শন করে। শনিবার বেলা ৩ টায় থানা পুলিশ ও সিআইডি ক্রাইম সিন মৃতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে ।
জানা যায়, সারুলিয়া ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক এনামুল হক গিয়াস পশ্চিম সানারপাড় এলাকায় তার মালিকানাধীন ২য় তলা বাড়ীতে দুই ছেলে উজ্জল,জুয়েল ও একমাত্র কন্যা হ্যাপী এবং স্ত্রী নাসিমা আক্তারকে নিয়ে বসবাস করে আসছিলেন। ক্ষমতাসীন আওয়ামীলীগের রাজনীতির সাথে সক্রিয় ভাবে অংশগ্রহনের পাশাপাশি এলাকার নিরীহ সাধারন মানুষের উপকার করে বেরাত। যেকেউ সমস্যায় পরে তার কাছে গেলে সে আপ্রান চেষ্টা করতো উপকার করার।
নিহতের স্ত্রী নাসিমা আক্তার জানায়, আমার স্বামী খুব ভাল মানুষ ছিল। সে সব সময় মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতো। কিছুদিন যাবৎ স্থানীয় কয়েকজন চিহ্নিত ভুমিদস্যু বিএনপি নেতা আমার স্বামীকে হুমকি দিয়ে আসছিল। তাদের বিরুদ্ধে ডেমরা থানায় কয়েকটি জিডি এন্ট্রি করা হয়েছিল।
এ হত্যাকান্ডের বিষয়ে ওয়ারী জোনের অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিসি) সৈয়দ নুরুল ইসলাম,বিপিএম,পিপিএম বলেন, হত্যা কান্ডের রহস্য উদঘাটনে কার্যক্রম অব্যাহত রয়েছে। আশা করি খুব দ্রুত খুনিদের গ্রেফতার করতে সক্ষম হব। তদন্তের স্বার্থে এ বিষয়ে বেশি কিছু বলা সম্ভব নয়। পরে বিস্তারিত জানানো হবে।
Leave a Reply