Sunday, November 29th, 2015




সানারপাড়ে দিনে চুরি করতে গিয়ে ধরা পড়লো জনি কালু

Somoynarayanganj-Rimand-M20151117145018
নিজস্ব সংবাদদাতা,নারায়ণগঞ্জ প্রতিদিন ডট কম : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের পূর্ব সানারপাড় এলাকা থেকে পেশাধারী চোর জনি (২৬) ও কালুকে (২২) হাতে নাতে ধরে থানা পুলিশের কাছে সোপর্দ করেছে এলাকাবাসী। গতকাল রোববার সকাল ১০ টায় প্রবাসী আলাউদ্দিন পাটোয়ারীর বাড়ীর ভাড়াটিয়া শ্যামলী বেগমের বাসায় চুরি করতে গিয়ে তারা ধরা পড়ে। ধৃত জনি সানারপাড় বাঘমারা এলাকার নান্নু মিয়ার ছেলে,আর কালু জালকুড়ি ভূঁইগর এলাকার লালমিয়ার ছেলে।
জানা গেছে, সানারপাড় সিকোটেক্স গার্মেন্টেসের পিছনে আলাউদ্দিন পাটোয়ারীর বাড়ীর ভাড়াটিয়া শ্যামলী বেগমের বাসায় সকাল ১০ টায় চুরি করতে যায় জনি ও কালু। এসময় শ্যামলী বেগমসহ বাসায় কোন লোকজন ছিলনা। ওই দু,চোর বাসার দরোজার তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে আলমারি,সুকেস ভেঙ্গে বিভিন্ন মালামাল চুরি করতে থাকে।এসময় বাড়ীর কেয়ারটেকার আবদুল খালেকের স্ত্রী শ্যামলীর ঘরের দরোজার তালা ভাঙ্গা দেখতে পায়। তিনি ঘরের ভিতরে থাকিয়ে দেখেন ওই দু,চোর বিভিন্ন মালামাল একত্র করছে। তখন তিনি বাহির থেকে দোরাজা লাগিয়ে দিয়ে বাড়ীর লোকজনকে ডাকা ডাকাকি করে ঘটনাটি জানায়।পরে আবদুল খালেকসহ অন্যান্য লোকজন ছুটে এসে ঘরের দরোজা খোলে ওই দু,চোরকে হাতে নাতে ধরে থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে থানার এসআই আজহারুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে চোরদের গ্রেফতার করে থানায় নিয়ে যায়। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।জনি ও কালু পেশাধারী চোর বলে স্থানীয়রা জানায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category