Tuesday, November 17th, 2015




সাত খুন মামলা নিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করছে একটি কুচক্রি মহল : না’গঞ্জ আইনজীবী সমিতি

08
নারায়ণগঞ্জ প্রতিদিন ডট কম : নারায়ণগঞ্জের ব্যাপক আলোচিত ও অত্যন্ত লোমহর্ষক সাত খুন মামলার বিচার কার্যটি যে সময় একটি যৌক্তিক পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে ঠিক এ সময় রাজনৈতিক ও ব্যক্তিগত আক্রোশে এজেন্ডা বাস্তবায়নের জন্য ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টা করছে একটি কুচক্রি মহল। অনুমান নির্ভর, ভিত্তিহীন ও অযৌক্তিক অতিকথনের মাধ্যমে মামলাটি ভিন্নখাতে প্রভাহিত ও প্রভাবিত করার অপচেষ্টা করছে তারা।
১৬ নভেম্বর সোমবার বিকেল ৩টায় আইনজীবী সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে উল্লেখিত কথাগুলো বলেছেন নারায়ণগঞ্জ আইনজীবী সমিতি’র সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান দিপুসহ উপস্থিত আইনজীবী বক্তারা।
উল্লেখিত সংবাদ সম্মেলনে বক্তারা আরও বলেন, উল্লেখিত মামলার তদন্তকারী কর্মকর্তা ও আইন শৃঙ্খলা বাহিনীএই নৃশংস হত্যাকান্ডের আসামী তিনজন র‌্যাব কমকর্তাসহ অনেককে গ্রেফতার করলেও মামলার চার্জ্জশীটভূক্ত অন্যতম আসামী নূর হোসেন ভারতের একটি বন্দী থাকার কারণে তাকে বিচারের সম্মূখীন করা একটি দূরূহ ব্যাপার ছিল। কিন্তু বর্তমান সরকারের আন্তরিক প্রচেষ্টা, ন্যায় বিচার প্রতিষ্ঠার দৃঢ় প্রত্যয় এবং যথাযথ কুটনৈতিক প্রচেষ্টার কারণে নূর হোসেন এখন বাংলাদেশের কারাগারে বন্দী। এ জন্য আমরা মাননীয় প্রধাণমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী,নারায়ণগঞ্জের পুলিশ সুপার ও সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই।
উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে তারা বলেন,আপনারা শুরু থেকে যেভাবে নৃশংস এই হত্যাকান্ডের বিরুদ্ধে সাহসী ভূমিকা পালন করে আসছেন, ঠিক সেভাবে ন্যায় বিচার প্রতিষ্ঠার আগ মূহুর্ত পর্যন্ত আমাদের সাথে অতন্ত্র প্রহরীর মত,সহযোদ্ধার ভূমিকা পালন করবেন। বিচার কার্য বিলম্বিত ও ব্যহত করার সকল অপচেষ্টার বিরুদ্ধেআমরা আপনাদের নিয়ে এগিয়ে যেতে চাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category