দেশের বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে প্রশাসন। বর্তমানে যদ্ধাপরাধীদের বিচার কার্য সম্পাদনের জন্য যে কোন নাশকতা ঠেকা নেয়া হয়েছে বারতি শতর্কতা । তাই দেশের সকল জেলায় অব্যাহত রয়েছে নাশকতাকারী ও সন্ত্রাসিদের ধরতে বিশেষ অভিযান । কিন্তু খোজ নিয়ে জানা যায় অনেক ক্ষেত্রেই নিরাপরাধ মানুষকেও ধরে নিয়ে যাওয়া হচ্ছে । এতে আসল অপরাধীরা থাকছে ধরা ছোঁয়ার বাইরে । অপরদিকে নিরাপরাধ ব্যাক্তিরা দোষ না করেও ভোগান্তি স্বীকার হতে হচ্ছে । তাই প্রশাসনের উচিত হবে অভিযান পরিচালনাকালে মূল অপরাধীদের চিহ্নত করে গ্রেফতার করা । তাহলে নিরাপরাধ মানুষদের শুধু শুধু ভোগান্তির স্বীকার হতে হবে না।
Leave a Reply