Thursday, November 19th, 2015




সম্পাদকীয় মো: আবদুল্লাহ আল মামুন প্রকৃত অপরাধীদের ধরুন,নিরাপরাধীদের নয়

abdullah al mamun
দেশের বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে প্রশাসন। বর্তমানে যদ্ধাপরাধীদের বিচার কার্য সম্পাদনের জন্য যে কোন নাশকতা ঠেকা নেয়া হয়েছে বারতি শতর্কতা । তাই দেশের সকল জেলায় অব্যাহত রয়েছে নাশকতাকারী ও সন্ত্রাসিদের ধরতে বিশেষ অভিযান । কিন্তু খোজ নিয়ে জানা যায় অনেক ক্ষেত্রেই নিরাপরাধ মানুষকেও ধরে নিয়ে যাওয়া হচ্ছে । এতে আসল অপরাধীরা থাকছে ধরা ছোঁয়ার বাইরে । অপরদিকে নিরাপরাধ ব্যাক্তিরা দোষ না করেও ভোগান্তি স্বীকার হতে হচ্ছে । তাই প্রশাসনের উচিত হবে অভিযান পরিচালনাকালে মূল অপরাধীদের চিহ্নত করে গ্রেফতার করা । তাহলে নিরাপরাধ মানুষদের শুধু শুধু ভোগান্তির স্বীকার হতে হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category