শ্রীমঙ্গলে ট্রেনের নিচে ঝাপ দিয়ে মা-মেয়ের আতহত্যা
অনলাইন ডেস্ক,নারায়ণগঞ্জ প্রতিদিন ডট : শ্রীমঙ্গলে কুলাউড়া উপজেলার মনু রেলস্টেশনে সোমবার ভোরে দু’বছরের শিশু কন্যাসহ ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে গৃহবধু জাহানার বেগম (২৮)। শ্বশুড়বাড়ীর নির্যাতন সইতে না পেরে এই আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন নিহতের ভাই। স্থানীয় লোকজন জানান, উপজেলার হাজীপুর ইউনিয়নের কটারকোনা গ্রামের বাসিন্দা মছদ্দর আলীর স্ত্রী জাহানারা বেগম ২ বছরের শিশু কন্যা ইমুকে নিয়ে মনু রেল স্টেশনে সোমবার ভোরে ঢাকা থেকে সিলেটগামী আন্ত:নগর উপবন এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। সকালে পথচারীরা রেললাইনের মধ্যে জাহানারার লাশ পড়ে থাকতে দেখেন এবং আহত অবস্থায় ইমুকে উদ্ধার করেন। গুরুতর আহত ইমুকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
নিহত জাহানার বেগমের ভাই আশিক মিয়া অভিযোগ করে বলেন, আমার বোনকে (জাহানারাকে) তুচ্ছ বিষয় নিয়েই পারিবারের লোকজন দীর্ঘদিন থেকে অমানুষিকভাবে নির্যাতন করত। এমকি গত রোববার রাতেও পারিবারিক কলহের জের ধরে স্বামী-শ্বাশুড়ীসহ শ্বশুর বাড়ির লোকজন অমানুষিকভাবে নির্যাতন করেছেন। এতে ক্ষোভে মেয়েকে নিয়ে আমার বোন ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে।
এব্যাপারে শ্রীমঙ্গল রেলওয়ে থানার ওসি ইকতিয়ার উদ্দিন চৌধুরী জানান, ময়নাতদন্তের পর হত্যা না আত্মহত্যা বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। বর্তমানে এব্যাপারে অপমৃত্য মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply