সিদ্ধিরগঞ্জ প্রতিনিধ,নারায়ণগঞ্জ প্রতিদিন ডট কম ঃ সিদ্ধিরগঞ্জের উন্নয়নের এই বেহাল দশার জন্য নারায়নগঞ্জ সিটি কর্পোরেশন দায়ী। তাদের হিংসার জন্যই আজ সিদ্ধিরগঞ্জে উন্নয়ন সম্ভব হচ্ছে না। তবে এমপি শামীম ওসমান যা বলেন তা করে দেখান। যে এলাকায় শামীম ওসমানের মতো সাংসদ আছে, সে এলাকায় উন্নয়ন হবে’ই। তিনি এখানে একটি মিনি ষ্টেডিয়াম করার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা অবশ্যই বাস্তবায়ন হবে। কেননা খেলাধুলার প্রতি এমপি শামীম ওসমান অনেক আগ্রহী। এর মাধ্যমে তিনি যুব সমাজকে নেশামুক্ত করার স্বপ্ন দেখেন।
বুধবার বিকেলে গোদনাইল চিত্তরঞ্জন মাঠে সিদ্ধিরগঞ্জ সোনালি অতীত ক্লাবের উদ্যোগে ভারতের ইষ্ট বেঙ্গল কোলকাতা ফেডারেসন্স ক্লাব বনাম সিদ্ধিরগঞ্জ সোনালী অতীত ক্লাবের মধ্যকার আয়োজিত এক প্রীতি ফুটবল ম্যাচে জেলা আওয়ামী যুবলীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক শাহ্ নিজাম প্রধান অতিথির বক্তব্যে এস কথা বলেন।
সোনালি অতীত ক্লাবের সভাপতি নূর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের স্বাস্থ বিষয়ক সম্পাদক জিল্লুর রহমান লিটন, সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সভাপতি মতিউর রহমান মতি, ১০ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন আহাম্মেদ, চৌধুরী বাড়ি ব্যবসায়ী এসোসিয়েশনের সভাপতি মহসীন ভূঁইয়া, যুবলীগ নেতা মোঃ শহীদুল্লাহ, লক্ষ্মী-নারায়ণ কটন মিল স্কুলের অভিবাবক সদস্য মনির হোসেন মাদবর, আমিনুল ইসলাম, জাতীয় দলের সাবেক ফুটবলার স্বপন, শাহাজাদা, আজমতউল্লাহ, হুমায়ুন প্রমুখ।
শাহ্ নিজাম আরো বলেন, ৭১’র মহান মুক্তিযোদ্ধের সময় সিদ্ধিরগঞ্জের মানুষের অবদান স্মরনীয়। যেকোন আন্দোলন সংগ্রামেই তারা দেশের জন্য ঝাঁপিয়ে পড়েছেন। এখানকার মানুষ শামীম ওসমানকে ভালোবেসে তাকে ভোট দিয়ে জয়যুক্ত করেছেন। কিন্তু সিটি কর্পোরেশনের আওতাভূক্ত হওয়ায় তিনি সিদ্ধিরগঞ্জের কোন উন্নয়ন করতে পারছেন না। কারণ এখানে কোন কাজ করতে গেলে এনসিসি’র নো-অবজেকশন সার্টিফিকেটের প্রয়োজন হয়। যেটা আমরা তাদের কাছে বারবার চেয়েও পাইনি। এর জন্য তিনি প্রায় সময়ই দুঃখ প্রকাশ করেন।
শাহ্ নিজাম আরো বলেন, হার-জিত সব খেলাতেই আছে। তবে আন্তরিকতাই এখানে মূখ্য বিষয়। এই আয়োজনের মাধ্যমে ইষ্ট বেঙ্গলের সাথে এই এলাকার যে পারষ্পারিকতা সৃষ্টি হয়েছে তা এখানকার উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আগামীতে মেয়র নির্বাচনে আপনারা এমন কাউকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন, যিনি এলাকার উন্নয়নের জন্য কাজ করবেন।
মতিউর রহমান মতি তার বক্তব্যে বলেন, যুব সমাজকে নেশামুক্ত রাখার জন্য এমপি শামীম ওসমান তাদের খেলাধুলার প্রতি মনযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি সিদ্ধিরগঞ্জসহ এই নারায়ণগঞ্জ জেলাকে মাদক মুক্ত করার ঘোষনা দিয়েছেন। আপনারা শামীম ওসমানের জন্য দোয়া করবেন, আমরা যেন তার নির্দেশে এই সিদ্ধিরগঞ্জকে মাদক মুক্ত করতে পারি।
আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচে সিদ্ধিরগঞ্জ সোনালী অতীত ক্লাবকে ১-২ গোলে পরাজিত করে ভারতের ইষ্ট বেঙ্গল কোলকাতা ফেডারেন্স ক্লাব। খেলা শেষে বিজয়ী দল ও রানার্স আপ দলের খেলোয়ারদের হাতে পুরষ্কার তুলে দেন প্রধান অতিথি শাহ্ নিজাম।
Leave a Reply