নারায়ণগঞ্জ প্রতিদিন ডট কম ঃ সম্প্রতি নারায়ণগঞ্জ সদর মডেল থানার অভ্যন্তরে রাখা মোটর সাইকেল চুরি হওয়ার পর এবার একই ঘটনা ঘটেছে শহরের চাষাঢ়াস্থ মার্ক টাওয়ারের সামনে। উল্লেখিত স্থান থেকে দিনে দুপুরে মটর সাইকেল চুরির ঘটনা। এ ব্যাপারে সদর মডেল থানায় জিডি করেছেন মটর সাইকেলের মালিক আবুল কালাম আজাদ। জিডি নং-১৩৯২ তারিখ- ২৬-১১-২০১৫। এ ঘটনার পর উপস্থিত জনতা পরিহাস করে বলেন, থানার ভেতর থেকে যেখানে মোটর সাইকেল চুরি হয় সেখানে শহরের এই রাস্তার উপর থেকে গাড়ি চুরি হওয়া এ আর তেমন কী? এ থানার ওসি তো আর এ সবের খোঁজ বের করতে পারবে না। অথবা পারলেও করবে না। হতে পা্ের ঐ চোরের দলকে ওসি আগে থেকেই চেনেন। এমনকি এমন ঘটবে তাও তিনি জানতেন। না হয় থানার ভেতর থেকে গাড়ি চুরি’র ঘটনাতো একেবারেই মেনে নেয়া যায় না ।
ঘটনার বিবরনে প্রকাশ, ফতুল্লা থানাধীন পূর্ব ইসদাইর পুলিশ লাইন নিবাসী মৃত আঃ হক আকন্দ এর ছেলে আবুল কালাম আজাদ নিজ নামীয় পালসার মটর সাইকেলটি (নং-ঢাকা মেট্রো-ল ১৪-৫৫০৭) নিয়ে ২৬ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে চাষাঢ়ার মার্ক টাওয়ারে আসেন। এসে মার্ক টাওয়ারের সামনে মটর সাইকেলটি রেখে মার্কেটের তিন তলায় অবস্থিত মোবাইল মার্কেটে যান। ২০ মিনিট পরে এসে দেখেন মটর সাইকেলটি নেই। অনেক খোঁজাখুজি করেও কোথাও মটর সাইকেলটি না পেয়ে প্রশাসনের স্মরণাপন্ন হন। প্রকাশ্য দিবালোকে এমন দুর্ধর্ষ চুরির ঘটনায় সদরের ওসিসহ সমগ্র প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। সদর থানার জনগনের জান মালের নিরাপত্তার দায়ীত্বে নিয়োজিত সদর মডেল থানার কর্মকর্তারা বর্তমানে তাদের দায়িত্ব পালণে চরম ব্যর্থতার পরিচয় দিচ্ছে বলে মনে করেন নারায়ণগঞ্জের সচেতন মহল।
Leave a Reply