Wednesday, November 25th, 2015




শহরের খানপুরে আজমেরী ওসমানের অফিসে তল্লাশি

বিশেষ প্রতিনিধি,নারায়ণগঞ্জ প্রতিদিন ডট কম : নারায়ণগঞ্জ-৫ আসনের প্রয়াত সংসদ সদস্য একে এম নাসিম ওসমানের জেষ্ঠ্য পুত্র আজমেরী ওসমানের খানপুরস্থ কার্যালয়ে বুধবার রাতে অভিযান চালিয়েছে আইনশৃক্ষলা বাহিনীর সদস্যরা । ওই সময়ে তার অফিসে থাকা দুইটি মোটর বাইক জব্দ করা হয় । তবে আজমেরী ওসমান অথবা তার কোন সমর্থককে আটক বা গ্রেফতার করার খবর পাওয়া যায়নি । বুধবার রাত আনুমানিক পৌনে ৮টা থেকে সাড়ে ৯ টা পর্যন্ত শহরের খানপুরস্থ বার একাডেমী বিদ্যালয়ের বীপরিতে শাহাজাদা ভবনে এ অভিযান চালানো হয় ।
জানা গেছে,শাহাজাদা ভবনে থাকা আজমেরী ওসমানের অফিসে রাত পৌনে ৮ টায় আইনশৃক্ষলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পুরো অফিস ঘেরাও করে প্রায় দুইঘন্টাব্যাপী অভিযান পরিচালনা করে । ঐ কার্যালয়ে তখন আজমেরী ওসমান উপস্থিত ছিলেন । অভিযান চলাকালে তার লোকজন স্লোগান দিতে থাকে । এই অভিযানে কাগজপত্রবিহীন দুটি বিলাস বহুল মোটর বাইক জব্দ করে প্রশাসন ।
এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আবদুল মালেক জানান,দেশব্যাপী অভিযানের অংশ হিসেবে ভুল তথ্যের ভিত্তিতে আমরা ওই অফিসে অভিযান চালিয়েছি । কিন্তু সেখানে আমরা কিছু পাইনি । তবে কাগজপত্রবিহীন দুটি মোটর সাইকেল জব্দ করা হয়েছে ।
এদিকে এই অভিযানের ঘটনাকে কেন্দ্র আজমেরী ওসমানের সমর্থকরা শহরে মিছিল বের করে এর প্রতিবাদ জানায় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category