Thursday, December 3rd, 2015




র‌্যাব-১১’র হস্তক্ষেপে মুক্তি পেল নবাব সিরাজউদ্দ্যেল্লা রোডের পথচারিরা

051
বিশেষ প্রতিনিধি,নারায়ণগঞ্জ প্রতিদিনি ডট কম : নারায়ণগঞ্জ র‌্যাব-১১’র সিপিসি-১’র অধিনায়ক অত্যান্ত পরিশ্রমী শাহ্ মোহাম্মাদ শিবলী সাদিকের হস্তক্ষেপে অবশেষে মুক্তি পেল নবাব সিরাজউদ্দৌলা রোডের পথচারি ও শহরবাসীরা । নারায়ণগঞ্জ শহরের অরেক প্রানকেন্দ্র হলো পুরাতন কোর্ট সংলগ্ন নবাব সিরাজউদ্দোৗলা রাস্তাটি । সেখানে প্রতিদিন সকালে দ্বিগুবাবুর বাজারের সকল কাচাঁমাল রাস্তার ওপর অবৈধভাবে রেখে বেচাঁ-কেনা করা হতো দীর্ঘদিন যাবত । রাস্তার ওপর অবৈধ বাজার বসিয়ে প্রতিদিন লক্ষ-লক্ষ টাকা চাঁদাবাজি করতো স্থানীয় একটি চক্র। সেই সাথে পথচারিদের পোহাতে হত চরম ভোগান্তি । ঘন্টার পর ঘন্টা জেমে বসে থাকতে হতো স্কল পড়–য়া ছাত্র-ছাত্রীদের,অফিস আদালতের চাকুরিজীবিদের ও ব্যবসায়ী সহ সকল স্তরের সাধারন মানুষদের । এ বিষয়ে বিভিন্ন পত্রপত্রিকায় সংবাদ প্রকাশিত হলে,র‌্যাব-১১’র সিপিসি-১’র অধিনায়ক শাহ্ মোহাম্মদ শিবলী সাদিকের নের্তৃত্বে বৃহস্পতিবার সকালে অভিযান চালিয়ে ওই রাস্তায় থাকা সকল অবৈধভাবে বসা কাচাঁমালের দোকান-পাঠ উঠিয়ে দেয়া হয় । ফলে ওই এলাকায় স্বস্তিক ফিরে পেল মানুষ ।
সরেজমিনে গিয়ে দেখা যায়,শহরের পুরাতন কোর্ট এলাকার নবাব সিরাজউদ্দ্যেলা রোডের এক ভিন্ন চেহারা । যেখান দিয়ে সাপের জিহ্বা চলতনা সেখানে এখন ফাঁকা রস্তা ছাড়া আর কিছুই নেই । মানুষ এখন শান্তির নি:শ^াস ফেলতে পারবে এসনটাই বলছেন পথচারিরা ।
এ বিষয়ে র‌্যাব-১১’র কালিরবাজার ক্যাম্পের (সিপিসি-১) এর অধিনায়ক শাহ্ মোহাম্মদ শিবলী সাদিক নারায়ণগঞ্জ প্রতিদিন’কে বলেন,শুধু নবাব সিরাজউদ্দৌলা রোডে নয় জনমনে অশান্তি যারাই সুস্টি করবে তাদেরকে একচুল পরিমানও ছাড় দেয়া হবেনা । আমরা সব সময়ই জন-দূর্ভোগ নিরসনে কাজ করে যাচ্ছি । এই ধরনের অভিযান অব্যাহত থাকবে । তাছাড়া চাঁদাবাজ,মাদক-সন্ত্রাস ও অস্ত্রবাজদের বিষয়ে আমাদের সাথে সহযোগীতার হাত বাড়িয়ে দিলে এদেরকে সমাজ থেকে নির্মুল করতে সহজ হবে ।
বাজারের একজন ব্যবসায়ী বলেন,এই রাস্তাটি অবৈধভাবে কিছু প্রভাবশালী মহলের ছত্রছায়ায় কিছু সন্ত্রাসীরা দখল করে লক্ষ-লকাষ টাকা হাতিয়ে নিয়েছে । মানুষে ভোগান্তি তাদের চোখে পরেনি । আমি ধন্যবাদ জানাই র‌্যাব-১১’র সিপিসি-১’র অধিনায়ক শাহ্ মোহাম্মদ শিবলী সাদিক সাহেবকে । তিনি অত্যান্ত সাহসিকতার মাধ্যমে নবাব সিরাজউদ্দৌলা সড়কে থাকা অবৈধ কাকাঁমালের দোকাগুলো তুলে দিয়েছেন । ঠিক এইভাবে যাতে তাদের অভিযান অব্যাহত থাকে তারও অনুরোধ জানান ওই ব্যবসায়ী ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category