Friday, December 4th, 2015




রূপগঞ্জ থেকে অপহৃত স্কুল শিক্ষার্থী রায়পুরায় উদ্ধার ॥ আটক-১

mmm
রুপগঞ্জ প্রতিনিধি,নারায়ণগঞ্জ প্রতিদিন ডট কম ঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে অপহৃত ৯ম শ্রেণীতে পড়–য়া উজ্জল নামে এক স্কুল শিক্ষার্থীকে নরসিংদী জেলার রায়পুরা থানার খিদিরকান্দি এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকালে ওই স্কুল শিক্ষার্থীকে উদ্ধার করে রূপগঞ্জ থানা পুলিশ। এসময় বাদল রবি দাস নামে এক অপহরণকারীকে আটক করা হয়। আটক বাদল রবি দাস কিশোরগঞ্জ জেলার সদর উপজেলার করসাকরিয়া নতুনবাজার এলাকার গনেশ রবি দাসের ছেলে।
এর আগে, গত ২ ডিসেম্বর বুধবার দুপুরে স্কুল শিক্ষার্থী উজ্জলকে অপহরণের পর তার পরিবারের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। উজ্জল উপজেলার মাহনাটেকপাড়া এলাকার নুরু মিয়ার ছেলে। সে স্থানীয় মুজিবুর রহমান ভুইয়া উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর শিক্ষার্থী।
রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম জানান, গত বুধবার দুপুরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে গোলাকান্দাইল হাট সংলগ্ন এলাকা থেকে মুহিন, সাগরসহ একদল অপহরণকারী মটরসাইকেল যোগে উজ্জলকে অজ্ঞান করে অপহরণ করে নিয়ে যায়। পরে ওই রাতে উজ্জলের মা ওম্মে হানির কাছে ব্যবহৃত মোবাইল ফোনে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। দাবিকৃত মুক্তিপণের টাকা না দেয়া হলে স্কুল শিক্ষার্থী উজ্জলকে হত্যা করার হুমকিও প্রদান করা হয়। অপহরণের বিষয়টি উজ্জলের বাবা নুরু মিয়া থানা পুলিশকে অবহিত করেন। পরে পুলিশ গত দু’দিন চেষ্টা চালিয়ে শুক্রবার সকালে নরসিংদী জেলার রায়পুরা থানার খিদিরকান্দি এলাকায় অভিযান পরিচালনা করে অপহৃত উজ্জলকে উদ্ধার করে। এসময় অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বাদল রবি দাসকে আটক করে পুলিশ।
অপহরণের ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা হয়েছে। অপহরণের সঙ্গে জড়িত বাকিদের আটকের চেষ্টা চলছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category