Saturday, December 5th, 2015




রূপগঞ্জে বিয়ে দিতে রাজি না হওয়ায় এক কলেজ শিক্ষার্থীকে অপহরণ

mmm

রূপগঞ্জ করেসপন্ডেন্টঃ রূপগঞ্জে প্রেম প্রত্যাখান ও বিয়ে দিতে রাজি না হওয়ায় ইতি আক্তার নামে এক কলেজ শিক্ষার্থীকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। অপহরণের ৩ দিন অতিবাহিত হয়ে গেলেও কলেজ শিক্ষার্থীকে উদ্ধার করা সম্ভব হয়নি।

গত বুধবার সকালে উপজেলার সুলপিনা এলাকা থেকে তাকে অপহরণ করা হয়। ইতি আক্তার রাজধানীর ডুমনি এলাকার আমিরজান কলেজের একাদশ শ্রেণীর ১ম বর্ষের শিক্ষার্থী। এছাড়া তিনি সুলপিনা এলাকার আবুল কাশেমের মেয়ে।

আবুল কাশেম জানায়, গত এক বছর পূর্বে পার্শবতী আলমপুরা এলাকার অকিল উদ্দিনের ছেলে আলী ওরফে রানা তার মেয়ে ইতি আক্তারকে প্রেম ও বিয়ের প্রস্তাব দেন। এতে রাজি না হওয়ায় প্রায় সময় ইতিকে উত্যক্ত করতো। এরপর বিষয়টি আলী ওরফে রানার পরিবারকে অবহিত করা হয়। পরে রানাকে বিদেশে পাঠিয়ে দেয়া হয়।

এদিকে, মাস খানেক ধরে আলী ওরফে রানার পক্ষে তার পরিবারের লোকজন বিয়ে দেয়ার জন্য ফের চাপ প্রয়োগ করে আসছিলো। এ ব্যপারে রানার পরিবারকে বিয়ে দেয়া হবেনা বলে সাফ জানিয়ে দেয়া হয়। গত বুধবার সকালে কলেজের যাওয়ার পথে একটি সিনএজি চালিত অটোরিকশা যোগে রানার লোকজন ইতি আক্তারকে অপহরণ করে নিয়ে যায়। ঘটনার ৩ দিন অতিবাহিত হয়ে গেলেও ইতিকে উদ্ধার করতে পারেননি তারা। এ ঘটনায় শনিবার সকালে আবুল কাশে বাদী হয়ে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category