নিজস্ব প্রতিবেদক,নারায়ণগঞ্জ প্রতিদিন ডট কম : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নের পাড়াগাঁও এলাকা থেকে শুক্রবার সকালে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
রূপগঞ্জ থানা সহকারী উপ-পরিদর্শক নাজিমউদ্দিন জানান, শুক্রবার সকালে ভুলতা ইউনিয়নের পাড়াগাঁও এলাকায় পুলিশ অভিযান চালিয়ে নাজিম মিয়ার ছেলে মাদক কারবারি সুরুজ মিয়াকে ২০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। সে এলাকায় দীর্ঘদিন ধরে ইয়াবাসহ বিভিন্ন মাদক দ্রব্য বিক্রি করতো বলে এএসআই আরো জানান। এ ব্যাপারে রূপগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply