Tuesday, November 24th, 2015




রুপগঞ্জে ১৬ শ’ ২০ পিছ ইয়াবা সহ আটক ১

054

রুপগঞ্জ প্রতিনিধি,নারায়ণগঞ্জ প্রতিদিন ডট কম : নারায়নগঞ্জের রূপগঞ্জের শীর্ষ মাদক ব্যবসায়ী শামীম ভুইয়া ওরফে ইয়াবা শামীম (৩৮)  নামে এক মাদক ব্যবসায়ীকে বিপুল পরিমান ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার বরপা পশ্চিমপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত শামীম ভুইয়া বরপা পশ্চিমপাড়া এলাকার ছমির আলীর ছেলে।
রূপগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আনিছুর রহমান জানান, শামীম ভুইয়া ওরফে ইয়াবা শামীম দীর্ঘ দিন ধরে বরপা,মাসাবো, আড়িয়াবো,রুপসী খাদুনসহ পুরো উপজেলায় মাদক পাইকারীভাবে মাদক বিক্রি করে আসছে। মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ১৬২০ পিছ ইয়াবাসহ ইয়াবা শামীমকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category