রাজধানীর বিজয় সরণিতে বিহঙ্গ পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানা যায়। শুক্রবার বেলা একটার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

কাফরুল থানার এসআই সুজন চন্দ্র কর্মকার জানান, গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণের কারণে বাসের সামনের অংশে আগুন ধরে যায়। ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নেভায়।
এসআই জানান, যাত্রীরা সময়মতো নেমে যাওয়ায় বড় ধরণের অঘটন ঘটেনি। ঘটনার পর কিছুক্ষণ বিজয় সরণি এলাকায় যান চলাচলে বিঘ্ন ঘটলেও পরে তা স্বাভাবিক হয়ে অসে।
Leave a Reply