নিউজ ডেস্ক,নারায়ণগঞ্জ প্রতিদিন.কম : ১৯৭১ সালে যুদ্ধাপরাধী আলী আহসান মোহাম্মদ মুজাহদি ও সালাহউদ্দনি কাদরে চৌধুরীর ফাঁসরি রায় পুনঃববিচেনার আবদেন খারজি করে দয়িছেনে আপলি বভিাগ। বুধবার প্রধান বচিারপতি এসকে সনিহার নতেৃত্বাধীন চার বচিারপতরি বঞ্চে এদনি বলো সাড়ে ১১টায় তাদরে আবদেন খারজি করনে। এতে দুই যুদ্ধাপরাধীর বচিার প্রক্রয়িার র্সবশষে ধাপরে পরসিমাপ্তি ঘটল। ফলে জামায়াতরে সক্রেটোরি জনোরলে মুজাহদি ও বএিনপরি স্থায়ী কমটিরি সদস্য সালাহউদ্দনি কাদরে চৌধুরীর (সাকা) দণ্ড র্কাযকরে আর আইনি বাধা থাকল না। নয়িমানুযায়ী তারা এখন নজিদেরে কৃতর্কমরে জন্য অনুতাপ প্রকাশ করে রাষ্ট্রপতরি কাছে প্রাণভক্ষিা চাইতে পারবনে। এ বষিয়টি নষ্পিত্তি হলে সরকার দণ্ড র্কাযকর করব।
এর আগে জামায়াত নতো আবদুল কাদরে মোল্লা ও মুহম্মদ কামারুজ্জামানরে রভিউি আবদেন খারজি হয়ছেলি। তারা রাষ্ট্রপতরি কাছে প্রাণভক্ষিার আবদেন না করায় কারা র্কতৃপক্ষ তাদরে ফাঁসি র্কাযকর কর। বএিনপরি শাসনামলে (২০০১-২০০৬) সাকা চৌধুরী মন্ত্রীর পদর্মযাদায় প্রধানমন্ত্রীর সংসদবষিয়ক উপদষ্টো এবং মুজাহদি সমাজকল্যাণমন্ত্রী ছলিনে।
রায়রে পর এক প্রতক্রিয়িায় রাষ্ট্ররে প্রধান আইন র্কমর্কতা অ্যার্টনি জনোরলে মাহবুবে আলম বলছেনে, ‘দুই আসামরি ফাঁসি র্কাযকর এখন সময়রে ব্যাপার মাত্র। দু’জনরে রভিউি আপলি বভিাগ র্কতৃক খারজি হয়ে গছে।ে তাদরে ফাঁসি র্কাযকরে আইনগত কোনো বাধা নইে। আমার ববিচেনায়, এখন যে কোনো সময়ই তাদরে দণ্ড র্কাযকর করা যাব।ে’ অন্যদকিে আসামপিক্ষরে প্রধান আইনজীবী খন্দকার মাহবুব হোসনে বলছেনে, ‘রভিউি খারজি সংক্রান্ত আপলি বভিাগরে রায় এখন ট্রাইব্যুনালে যাব।ে সখোনে প্রক্রয়িা শষেে রায় যাবে কারাগার।ে এরপর দণ্ড র্কাযকররে প্রক্রয়িা শুরু হব।ে’
এদকিে বুধবার রভিউি খারজি করে আপলি বভিাগরে দয়ো রায় প্রকাশতি হয়ন।ি আজ বৃহস্পতবিার এই রায় প্রকাশরে সম্ভাবনা আছ।ে রায় প্রকাশরে পর সটেি ট্রাইব্যুনাল হয়ে যাবে কারা র্কতৃপক্ষরে হাত।ে রায়রে কপি হাতে পয়েে কারা র্কতৃপক্ষ তাদরে ফাঁসি র্কাযকররে প্রক্রয়িা শুরু করব।ে
রভিউি শুনানি : বুধবার সকাল ৯টার দকিে সাকা চৌধুরীর রভিউি আবদেনরে ওপর শুনানি শুরু করনে প্রধান বচিারপতি এসকে সনিহার নতেৃত্বাধীন আপলি বভিাগরে চার বচিারপতরি বঞ্চে। বলো ১১টার মধ্যে এই আবদেনরে শুনানি গ্রহণ শষে করনে আপলি বভিাগ। বলো সাড়ে ১১টায় রায় ঘোষণার জন্য র্ধায করা হয়। ৩০ মনিটিরে বরিতি থকেে ফরিে বলো ১১টা ৩৩ মনিটিে আলী আহসান মোহাম্মদ মুজাহদি এবং সালাহউদ্দনি কাদরে চৌধুরীর রভিউি আবদেনই খারজি করে আদশে দনে আপলি বভিাগ। এর আগে একই বঞ্চে ১৭ নভম্বের আলী আহসান মোহাম্মদ মুজাহদিরে রভিউি আবদেনরে ওপর শুনানি গ্রহণ করনে। শুনানি গ্রহণ শষেে বুধবার রায় দয়োর দনি র্ধায করনে। বঞ্চেরে অপর সদস্যরা হচ্ছনে- বচিারপতি নাজমুন আরা সুলতানা, বচিারপতি সয়ৈদ মাহমুদ হোসনে ও বচিারপতি হাসান ফয়জে সদ্দিকিী।
সাকা চৌধুরীর রভিউি খারজিরে বষিয়ে খন্দকার মাহবুব সাংবাদকিদরে বলনে, তাকে নর্দিােষ প্রমাণ করতে পাকস্তিানরে পাঞ্জাব বশ্বিবদ্যিালয় থকেে তার ডগ্রিরি র্সাটফিকিটে আদালতে উপস্থাপন করছে।ি এ ব্যাপারে মাহবুবে আলম বলনে, সালাহউদ্দনি কাদরে চৌধুরী পাঞ্জাব বশ্বিবদ্যিালয় থকেে পাওয়া যে ডুপ্লকিটে র্সাটফিকিটে আদালতে দাখলি করছেনে সটো ২০১২ সালে ইস্যু করা। আদালত তা গ্রহণযোগ্য মনে করনেন।ি
মুজাহদিরে রায় পুর্নববিচেনার ব্যাপারে খন্দকার মাহবুব বলনে, ‘আদালতে আমরা বলছে,ি র্চাজ-৬-এ যে দণ্ডটা দয়ো হয়ছে,ে সটো ‘নট ইন অ্যার্কোডন্সে উইথ ল’। এখানে যে সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করা হয়ছে,ে তাতে এই ধারায় তার সাজা হতে পারে না। বুদ্ধজিীবী হত্যার অভযিোগে এর আগে ৪২টি মামলা হয়ছে,ে সখোনে মুজাহদিরে নাম ছলি না। আলবদররে কোনো তালকিায় তার নাম পাওয়া যায়নি বলে তদন্ত র্কমর্কতাও বলছেলিনে।
মুজাহদিরে রায়রে বষিয়ে অ্যার্টনি জনোরলে বলনে, রায়ে সন্তোষ প্রকাশ করছি এজন্য য,ে তাকে শাস্তি দয়ো হল বুদ্ধজিীবী হত্যা মামলায়। ১৯৭১ সালরে ১৩-১৪-১৫ ডসিম্বের যত সংখ্যক বুদ্ধজিীবী হত্যা করা হয়ছেে সটো পৃথবিীর আর কোথাও করা হয়ন।ি এই বচিার যদি আমরা না পতোম তাহলে অতৃপ্তি থকেে যতে। এ রায় আমাদরে শক্ত,ি সান্ত্বনা।’
পাঁচ মামলার চূড়ান্ত নষ্পিত্তি : যুদ্ধাপরাধী আলী আহসান মোহাম্মদ মুজাহদি ও সালাহউদ্দনি কাদরে চৌধুরীর বচিারকি প্রক্রয়িা শষে হওয়ার মধ্য দয়িে মূলত পাঁচটি মামলার চূড়ান্ত নষ্পিত্তি হল। এর আগে জামায়াতরে সহকারী সক্রেটোরি জনোরলে আবদুল কাদরে মোল্লাকে ট্রাইব্যুনাল যাবজ্জীবন কারাদণ্ড দলিওে আপলি বভিাগ তাকে মৃত্যুদণ্ড দনে যা ২০১৩ সালরে ডসিম্বেরে র্কাযকর হয়। দলটরি অপর সহকারী সক্রেটোরি জনোরলে মুহম্মদ কামারুজ্জামানরে ফাঁসি র্কাযকর হয় গত এপ্রলি।ে এছাড়া জামায়াতরে নায়বেে আমীর দলোওয়ার হোসাইন সাঈদীকে ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড দয়িে রায় দলিওে আপলি বভিাগ তার সাজা কময়িে আমৃত্যু কারাদণ্ডরে আদশে দনে। এই রায়রে কপি আজও প্রকাশতি হয়ন।ি রায় প্রকাশতি হলে সরকার রভিউি আবদেন দায়রে করবে বলে জানয়িছেনে অ্যার্টনি জনোরলে।
মুজাহদিরে বচিার : র্ধমীয় অনুভূততিে আঘাত দয়োর অভযিোগে দায়রে করা একটি মামলায় ২০১০ সালরে ২৯ জুন গ্রফেতার হন ৬৭ বছর বয়সী আলী আহসান মোহাম্মদ মুজাহদি। এরপর একই বছররে ২ আগস্ট মানবতাবরিোধী অপরাধরে অভযিোগে গ্রফেতার দখোনো হয় জামায়াতে ইসলামীর এই সক্রেটোরি জনোরলেক।ে তার বরিুদ্ধে মানবতাবরিোধী অপরাধরে মামলায় সাতটি অভযিোগ আনা হয়। ২০১২ সালরে ২১ জুন ট্রাইব্যুনালে বচিার শুরু হয়। মুক্তযিুদ্ধ চলাকালে সাংবাদকি, শক্ষিকসহ বুদ্ধজিীবী হত্যা এবং সাম্প্রদায়কি হত্যা-নর্যিাতনরে দায়ে ২০১৩ সালরে ১৭ জুলাই মুজাহদিকে মৃত্যুদণ্ড দয়িছেলিনে আর্ন্তজাতকি অপরাধ ট্রাইব্যুনাল।
প্রসকিউিশনরে আনা সাতটি অভযিোগরে মধ্যে প্রথম অভযিোগে সাংবাদকি সরিাজুদ্দীন হোসনেকে অপহরণরে পর হত্যা এবং ষষ্ঠ অভযিোগে বুদ্ধজিীবীসহ গণহত্যার ষড়যন্ত্র ও ইন্ধনরে অভযিোগে ফাঁসতিে ঝুলয়িে ওই দণ্ড র্কাযকর করার আদশে দয়ো হয়ছেলি। একই রায় এসছেলি সপ্তম অভযিোগ,ে ফরদিপুররে বকচর গ্রামে হন্দিু সম্প্রদায়রে ওপর র্ববর হামলা চালয়িে হত্যা-নর্যিাতনরে ঘটনায়। চূড়ান্ত রায়ে চলতি বছররে ১৬ জুন আপলি বভিাগ মুজাহদিরে আপলি আংশকি মঞ্জুর করে প্রথম অভযিোগে আসামকিে খালাস দয়ো হয়। সপ্তম অভযিোগে তার সাজা কময়িে দয়ো হয় যাবজ্জীবন কারাদণ্ড। আর ষষ্ঠ অভযিোগে বুদ্ধজিীবী হত্যার দায়ে ট্রাইব্যুনালরে রায় বহাল রখেে মুজাহদিরে ফাঁসরি আদশে দনে র্সবােচ্চ আদালত।
সাকা চৌধুরীর বচিার : ২০১০ সালরে ২৬ জুন হরতালরে আগরে রাতে রাজধানীর মগবাজার এলাকায় গাড়ি ভাংচুর ও গাড়ি পোড়ানোর অভযিোগে সাকা চৌধুরীর বরিুদ্ধে রমনা থানায় একটি মামলা দায়রে করা হয়। ওই মামলায় একই বছররে ১৬ ডসিম্বের বজিয় দবিসরে ভোরে গ্রফেতার করা হয় তাক।ে ১৯ ডসিম্বের একাত্তরে মানবতাবরিোধী অপরাধরে মামলায় গ্রফেতার দখোনো হয় সাকা চৌধুরীক।ে পরে ৩০ ডসিম্বের প্রথমবাররে মতো সাকা চৌধুরীকে ট্রাইব্যুনালে হাজরি করা হয়।
তার বরিুদ্ধে রাষ্ট্রপক্ষ মোট ২৩টি অভযিোগ আন।ে এর মধ্যে ১৭টি অভযিোগরে সপক্ষে সাক্ষ্য-প্রমাণ হাজরি করে রাষ্ট্রপক্ষ। এরপর বচিার শষেে ২০১৩ সালরে ১ অক্টোবর ট্রাইব্যুনাল-১ তাকে মৃত্যুদণ্ড দয়িে রায় ঘোষণা করনে। রায়ে প্রসকিউিশনরে আনা ২৩টি অভযিোগরে মধ্যে নয়টতিে তনিি দোষী সাব্যস্ত হন। এর মধ্যে চার অভযিোগে তার মৃত্যুদণ্ড এবং পাঁচ অভযিোগে বভিন্নি ময়োদে কারাদণ্ড হয়।
এ বছর ২৯ জুলাই র্সবােচ্চ আদালত তার আপলি আংশকি মঞ্জুর করে আটটতিে দণ্ডাদশে বহাল রাখ,ে একটতিে সাকা চৌধুরীকে খালাস দয়ো হয়। ৩, ৫, ৬ ও ৮ নম্বর অভযিোগে চট্টগ্রামরে রাউজানে কুণ্ডশ্বেরী ঔষধালয়রে মালকি নূতন চন্দ্র সংিহকে হত্যা, সুলতানপুর ও ঊনসত্তরপাড়ায় হন্দিু বসততিে গণহত্যা এবং হাটহাজারীর এক আওয়ামী লীগ নতো ও তার ছলেকেে অপহরণ করে খুনরে ঘটনায় তার র্সবােচ্চ সাজা বহাল রাখা হয়। ২ ও ৪ নম্বর অভযিোগে ট্রাইব্যুনালরে দয়ো ২০ বছররে কারাদণ্ড বহাল থাকলওে ৭ নম্বর অভযিোগে ২০ বছররে সাজার ক্ষত্রেে আপলি মঞ্জুর করে তাকে খালাস দয়ে আপলি বভিাগ। ১৭ ও ১৮ নম্বর অভযিোগে ট্রাইব্যুনালরে দয়ো পাঁচ বছর কারাদণ্ডরে রায় বহাল রাখা হয় চূড়ান্ত রায়।ে
রায়রে র্পূণাঙ্গ অনুলপিি প্রকাশ ও রভিউি আবদেন দায়রে : গত ৩০ সপ্টেম্বের এই দুই যুদ্ধাপরাধীর মৃত্যুদণ্ড বহাল সংক্রান্ত আপলি বভিাগরে র্পূণাঙ্গ রায়রে অনুলপিি প্রকাশতি হয়। ওই দনিই রায়রে কপি আর্ন্তজাতকি অপরাধ ট্রাইব্যুনালে পাঠয়িে দয়ে সুপ্রমির্কোট প্রশাসন। ১ অক্টোবর ট্রাইব্যুনাল তাদরে মৃত্যু পরোয়ানা জারি করে কারাগারে পাঠায়। মৃত্যু পরোয়ানা হাতে পয়েে ঢাকা কন্দ্রেীয় কারাগারে আটক মুজাহদি এবং কাশমিপুর কারাগারে আটক সালাহউদ্দনি কাদরে চৌধুরীকে তা পড়ে শোনায় কারা র্কতৃপক্ষ। আপলি বভিাগরে র্পযবক্ষেণ অনুযায়ী আসামপিক্ষ রায়রে কপি হাতে পাওয়ার অথবা আসামকিে মৃত্যু পরোয়ানা জাররি বষিয়টি পড়ে শোনানো যটেি আগে হয়, সইে হসিাব ধরে তারা রভিউি আবদেন করার জন্য ১৫ দনি সময় পান। সইে হসিাবে নর্ধিারতি সময়রে ১ দনি আগইে (১৪ অক্টোবর) আসামপিক্ষরে আইনজীবীরা রভিউি আবদেন দায়রে করনে।
নরিাপত্তা বলয় : এদকিে রভিউি আবদেনরে ওপর আপলি বভিাগরে আদশে ঘোষণাকে কন্দ্রে করে মঙ্গলবার থকেে সুপ্রমির্কোট এলাকায় নরিাপত্তা জোরদার করা হয়। র্যাব, পুলশি ও বজিবিরি সমন্বয়ে এ বশিষে নরিাপত্তা ব্যবস্থা নয়ো হয়। বুধবারও একই অবস্থা ছলি আদালত চত্বর।ে তনি স্তররে নরিাপত্তাবলয় ভদে করে আদালতরে ভতের প্রবশে করতে দয়ো হয় সংবাদর্কমীসহ সংশ্লষ্টিদরে।
Leave a Reply