Friday, December 4th, 2015




মেয়র পদে ১২২৩ জনসহ মোট প্রার্থী ১৩৬৮৯

40975_17871পৌরসভা নির্বাচনে রেকর্ড সংখ্যক প্রার্থী হয়েছেন। এ নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেছেন ১৩ হাজার ৬৮৯জন প্রার্থী। এর মধ্যে মেয়র পদে এক হাজার ২২৩জন, সাধারণ কাউন্সিলর পদে ৯ হাজার ৭৯৮ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে দুই হাজার ৬৬৮জন রয়েছেন। শুক্রবার রাতে নির্বাচন কমিশন (ইসি) সূত্রে এ তথ্য জানা গেছে। বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের এক দিন পর এ তথ্য প্রকাশ করলো কমিশন। তবে কোন দলের কতজন প্রার্থী হয়েছে তা জানাতে পারেনি। জানা গেছে, প্রথমবারের মতো দলীয়ভাবে আয়োজন করা পৌরসভা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ, বিএনপি ও বিরোধী দল জাতীয় পার্টিসহ ছোট দলগুলো।

উচ্চ আদালতে নিবন্ধন অবৈধ থাকায় জামায়াতে ইসলামীর প্রার্থীরা এ নির্বাচনে স্বতন্ত্রভাবে প্রার্থী হয়েছেন।
 এছাড়া আওয়ামী লীগ ও বিএনপির মনোনয়ন না পাওয়া অনেকে দলীয় সিদ্ধান্তের বাইরে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।
আচরণ বিধি ভঙ্গ ও প্রতিপক্ষের বাধার অভিযোগের মুখে বৃহস্পতিবার ২৩৫ পৌরসভায় মনোনয়নপত্র দাখিল করেন প্রার্থীরা।  শনি ও রোববার এসব মনোনয়নপত্র যাচাই-বাছাই করবেন রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তারা। আগামী ১৩ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় নির্ধারিত রয়েছে। আগামী ৩০ ডিসেম্বর এসব পৌরসভায় ভোটগ্রহণ হবে।
 জানা গেছে, ১৪টি পৌরসভায় দুইজন করে মেয়র প্রার্থী হয়েছেন। শরীয়তপুরের জাজিরা পৌরসভায় সর্বোচ্চ ১১জন মেয়র প্রার্থী হয়েছেন। এ নির্বাচনে কয়েকটি সংরক্ষিত ও সাধারণ কাউন্সিলর পদে একক প্রার্থী রয়েছে। এসব কাউন্সিলরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category