Tuesday, November 24th, 2015




মুন্সীগঞ্জে র‌্যাব-১১’র অভিযানে ৫০ লক্ষ টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ

IMG_20151124_143307
নারায়ণগঞ্জ প্রতিদিন ডট কম : মুন্সীগঞ্জের সদর থানাধীন বিনোদপুর পঞ্চসার মেসার্স ইয়াকুব ফিশিং নেট ইন্ডট্রিজ কোম্পানীতে মঙ্গলবার সাড়ে ১২ টায় র‌্যাব-১১’র অভিযানে আনুমানিক ৫০ লক্ষ টাকার অবৈধ কারেন্ট জাল আটক ও দ্ইু নারী শ্রমিকে জরিমানা করে ভ্রাম্যমান আদালত ।

র‌্যাব-১১’র প্রেস বিঞ্জপ্তিতে বলা হয়,২৪ নভেম্বর ২০১৫ ইং তারিখ ১২.৩০ ঘটিকা হতে ১৫.০০ ঘটিকা পর্যন্ত অত্র কোম্পানীর একটি আভিযানিক দল ভ্রাম্যমান আদালতকে সাথে নিয়ে এএসপি শাহ মোঃ মশিউর রহমান, পিপিএম এবং মুন্সিগঞ্জ জেলার নির্বাহী ম্যাজিসেট্রট জনাব আব্দুল্লাহ আল মামুন এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ মুন্সিগঞ্জ জেলার সদর থানাধীন বিনোদপুর পঞ্চসার মুন্সিগঞ্জ মেসার্স ইয়াকুব ফিশিং নেট ইন্ডাষ্ট্রিজ কোম্পানীতে অভিযান পরিচালনা করে অধৈভাবে প্রায় ৫০ লক্ষ মিটার কারেন্ট জাল উৎপাদন ও মজুদ রাখার দায়ে উল্লেখিত কোম্পানীর নারী শ্রমিক গ্রেফতারকৃত আসামী ১। বিউটি বেগম(৩৫), স্বামী-রতন হাওলাদার, সাং-বাহেরচর, থানা-হিজলা, জেলা-বরিশাল, ২। মোছাঃ সোনিয়া খাতুন(২৫), পিতা- হারুন, সাং-বনগ্রাম, থানা ও জেলা-গোপালগঞ্জ, উভয় এ/পি-সাং-বিনোদপুর, থানা ও জেলা-মুন্সিগঞ্জদেরকে মুন্সিগঞ্জ জেলার নির্বাহী ম্যাজিসেট্রট জনাব আব্দুল্লাহ আল মামুন প্রত্যেককে ২০০/- টাকা জরিমানা করেন। যা ভ্রাম্যমান আদালতের মামলা নং-৪৩৯(১১)১৫, তারিখ ২৪/১১/১৫, ধারা ১৮৮ পেন্যাল কোড। উদ্ধারকৃত ৫০ লক্ষ মিটার কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করাসহ কারখানাটি বিদুৎ সংযোগ বিচ্ছিন্ন ও কারখানাটি সীলগালা করে দিয়েছেন। উদ্ধারকৃত কারেন্ট জাল এর আনুমানিক মূল্য ১৩,০০,০০০/- (তের লক্ষ) টাকা। র‌্যাব দীর্ঘদিন যাবৎ উক্ত কারখানাটিকে গোয়েন্দা নজরদারী করে আসতেছিল। র‌্যাবের গোয়েন্দা নজর দারীতে ধরা পড়ে যে, কারখানার মালিক র্দীদিন যাবৎ আইন অমান্য করে অবৈধভাবে কারেন্ট জাল উৎপাদন ও বিক্রি করছিল। অদ্য ২৪/১১/২০১৫ তারিখ কারেন্ট জাল উৎপাদনের সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সংগে নিয়ে হাতেনাতে কারখানায় কর্মরত ০২ জন নারী শ্রমিককে গ্রেফতার করে ভ্রাম্যমান আদালত পরিচালা করে। কারখানার মালিক বর্তমানে পলাতক আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category