বিশেষ প্রতিবেদক,নারায়ণগঞ্জ প্রতিদিন ডট কম : সরকার দেশের সকল অসহায় মুক্তিযোদ্ধাদের আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে ২০০০ সালের ১লা জুলাই হতে আজীবন মুক্তিযোদ্ধা ভাতা প্রদান করার সিদ্ধান্ত গ্রহণ করেন। সেই থেকে দেশের সকল উপজেলা, পৌরসভা ও সিটিকর্পোরেশনের আওতাভুক্ত অসহায় মুক্তিযোদ্ধাদের মাসিক ভাতা প্রধান করা হয়ে থাকে।
মুক্তিযোদ্ধাদের মধ্যে এই ভাতা প্রদান কর্মসূচী বাস্তবায়ন করে থাকেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রনালয়। কিন্তু এ মন্ত্রনালয়ের মাঠপর্যায়ের সংগঠন ও জনবলের ঘাটতি জনিত কারনে এ দায়িত্ব সম্পাদিত করে থাকে সমাজ কল্যাণ মন্ত্রণালয়াধীন জেলা সমাজসেবা অধিদপ্তর।
মাঠ পর্যায়ে নিয়োজিত সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ উপজেলা পর্যায়ে ভাতা বিতরণ সংক্রান্ত গঠিত কমিটি এবং সিটিকর্পোরেশনের এলাকাভুক্ত থানাসমূহে ভাতা বিতরণ সংক্রান্ত কমিটির সাথে পরামর্শ করে অসহায় মুক্তিযোদ্ধাদের মধ্যে ভাতাপ্রদান কর্মসূচী বাস্তবায়ন করে থাকেন।
শুরুতে প্রতি মুক্তিযোদ্ধার ভাতা পরিমাণ ৩শ’ টাকা করে করা হয়। পরবর্তিতে সর্বশেষ মুক্তিযোদ্ধাদের মাসিক ভাতার পরিমাণ বাড়িয়ে ৮হাজার টাকায় বৃদ্ধি করা হয়েছে।
নারায়ণগঞ্জ জেলায় চলতি বছরে প্রায় ১৪কোটি ৯৪লাখ ৭৭হাজার টাকা মুক্তিযোদ্ধাদের ভাতা প্রদান করা হয়। জেলা সমাজসেবা অধিদপ্তর এর পরিসংখ্যান অনুযায়ী বর্তমানে নারায়ণগঞ্জে মোট ২হাজার ২শ’ ৩১ জন মুক্তিযোদ্ধাদের এর মাঝে ৮হাজার টাকা করে মাসিক ভাতা প্রদান করা হয়।
জেলা সমাজসেবা অধিদপ্তরে এর উপ পরিচালক মুখলেছুর রহমান লাইভ নারয়ণগঞ্জকে জানান, সরকার দেশের সকল মুক্তিযোদ্ধাদের আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে প্রতিমাসে নির্দিষ্ট পরিমান ভাতা প্রদান করে থাকেন। দেশের সকল উপজেলা, পৌরসভা ও সিটিকর্পোরেশনের আওতাভুক্ত অসহায় মুক্তিযোদ্ধাদের এ ভাতা প্রধান করা হয়ে থাকে। নারায়ণগঞ্জও এর বাহিরে নয়। নারায়ণগঞ্জে বর্তমানে ২হাজার ২শ’ ৩১ জন মুক্তিযোদ্ধাদের তালিকা রয়েছে। যাদের চলতি মাসের জুলাই মাস পর্যন্ত ৫হাজার টাকা করে ভাতা প্রদান করা হত। ২০১৫-১৬ সাল অর্থবছরে মুক্তিযোদ্ধা ভাতার পরিমান বৃদ্ধি পেলে বর্তমানে ৮হাজার টাকা করে মাসিক ভাতা প্রদান করা হয়।
Leave a Reply