Friday, November 20th, 2015




মালিতে জিম্মি ১৭০ জনের মধ্যে উদ্ধার ৮০,নিহত ২৭

swimmingpoolradisson_10763

ইন্টারন্যাশনাল ডেস্ক,নারায়ণগঞ্জ প্রতিদিন.কম : মালরি রাজধানী বামাকোর কন্দ্রেস্থলে অবস্থতি রডেসিন ব্লু হোটলেরে জম্মিি সংকটরে অবসান হয়ছেে বলে জানয়িছেে দশেটরি সরকার। হোটেলে মোট ১৭০ জন জিম্মিদের মধ্যে থেকে জীবিত উদ্ধার করা হয়েছে ৮০ এবং ২৭ জনের মরদেহ উদ্ধার হয়েছে । তাছাড়া জিম্মিকারীদের মধ্যে থেকে ২ নিহত হবার খবর পাওয়া গেছে ।
এ ঘটনায় অন্তত ২৭জন নহিত হয়ছেনে। নহিতদরে মধ্যে দুই হামলাকারীও রয়ছেে বলে প্রাথমকিভাবে জানা গছে।
শুক্রবার স্থানীয় সময় সকাল ৭টার দকিে বলিাসবহুল এই হোটলেটতিে কয়কেজন বন্দুকধারী হামলা চালায়। হোটলেটতিে র্কমী ও অতথিসিহ ১৭০ জনকে জম্মিি করা হয়ছেে বলে জানয়িছেলি হোটলে র্কতৃপক্ষ।
এরপর জম্মিদিরে উদ্ধারে অভযিান শুরু করে মালি সনোবাহনিীর ‘স্পশোল র্ফোস’। উদ্ধার অভযিানে অংশ নয়ে যুক্তরাষ্ট্র ও ফ্রান্সরে ‘স্পশোল র্ফোসরে’ সদস্যরাও। অভযিানে সহায়তা করে জাতসিংঘরে শান্তরিক্ষী বাহনিী।
র্দীঘ কমান্ডো অভযিান শষেে র্কতৃপক্ষ জানায়, হোটলেরে ভতের থকেে ২৭টি লাশ উদ্ধার করা হয়ছে।ে সখোনে আর কোনো জম্মিি অবশষ্টি নইে, সবাইকে মুক্ত করা হয়ছে।
মালরি স্থানীয় একটি সংবাদপত্র জানায়, অন্তত ১০ জন সন্ত্রাসী হামলার সঙ্গে জড়তি রয়ছে।ে তারা সকালে একটি কূটনতৈকি গাড়তিে করে ওই ফাইভ স্টার হোটলেে প্রবশে কর।
হামলাকারীরা মালরি জঙ্গি গোষ্ঠি ’আনসার আল-দ্বীন’ এর সদস্য বলে জানয়িছেে আলজাজরিা। এই গ্রুপটি মালতিে ইসলামী শরয়িা চালুর জন্য কাজ করছ।
জম্মিি সংকটরে ঘটনায় হোটলেটতিে যুক্তরাষ্ট্র, চীন, ফ্রান্স, ভারত ও তুরস্কসহ অন্যান্য দশেরে নাগরকিরা আটকা পড়নে।
আফ্রকিার দশে মালরি এই হোটলেটি পরচিালনা করে আমরেকিানরা। হোটলিটেতিে ১৯০টি রুম, সুইমং পুলসহ অন্যান্য সুযোগ-সুবধিা রয়ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category