বন্দর থানা প্রতিনিধি,নারায়ণগঞ্জ প্রতিদিন ডট কম : বুধবার সকাল ১০ টায় বন্দর থানায় ওপেন হাইজ ডে অনুষ্ঠিত হয়েছে। বন্দর থানার ওসি নজরুল ইসলামের সভাপতিত্বে ওপেন হাইজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোখলেসুর রহমান।
ওপেন হাইজ ডে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুছাপুর ইউপি মেম্বার আঃ কাদির, আওয়ামী লীগ নেতা বাবুল মিয়া, ডা. শাহাদৎ ও ইব্রাহীম প্রমুখ। ওপেন হাউজ ডে অনুষ্ঠানে শতাধিক লোক অংশ গ্রহণ করেন। প্রধান অতিথি বলেন মাদক সমাজকে ধ্বংস করে ফেলে। সমাজকে মাদকের অভিশাপ থেকে মুক্ত করতে হলে প্রতিটি অভিবাবককে সচেতন হতে হবে। নিজ সন্তানদের খোঁজ খবর রাখতে হবে। সেই সাথে নিজ নিজ এলাকার মাদক নিমূল করার জন্য পুলিশকে সহযোগিতার আহবান জানানো হয়।
Leave a Reply