Thursday, November 26th, 2015




বিএসএফএর গুলিতে দুই বাংলাদেশী নিহত

 অনলাইন ডেস্ক,নারায়ণগঞ্জ প্রতিদিন : সাতক্ষীরার তলুইগাছা সীমান্তের বিপরীতে ভারতের  তারালিতে বিএসএফএর গুলিতে দুই বাংলাদেশী নিহত হয়েছেন। নিহতরা হলেন সাতক্ষীরা সদরের পাঁচরকি গ্রামের মো. নজরুল ইসলাম ও কলারোয়ার কাকডাঙ্গা গ্রামের খালেক সরদার। তাদের মরদেহ এখনও ঘটনাস্থল তারালি গ্রামে  পড়ে রয়েছে বলে জানান তারা ।
 সীমান্তের মেইন পিলার ১৩ এর সাবপিলার ৩ থেকে ৫০০ গজ ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।
 তবে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি জানিয়েছে, তারা এমন একটি খবর জানতে পারলেও তা নিশ্চিত করা যায়নি। এ ব্যাপারে খোঁজ খবর নেওয়া হচ্ছে।
 সীমান্তের লোকজন গরু রাখালদের বরাত দিয়ে আরও জানান, বৃহস্পতিবার ভোরে কয়েকজন রাখাল ভারত থেকে চোরাচালান পন্য  নিয়ে বাংলাদেশে আসার চেষ্টা করছিল। বিএসএফএর  ৭৬  ব্যাটেলিয়নের তারালি  ক্যাম্প সদস্যরা তাদের চ্যালেঞ্জ করে। এ সময় তারা গুলি ছুঁড়লে ঘটনাস্থলে দুই বাংলাদেশির মৃত্যু হয় বলে জানান তারা ।
 এ প্রসঙ্গে বিজিবির তলুইগাছা ক্যাম্প কমান্ডার সুবেদার হুমায়ুন জানান ‘ আমি ওপারে গুলির খবর শুনেছি । হতাহতের খবরও শুনেছি । তবে নিশ্চিত হতে পারিনি’।
 বিজিবির ৩৮ ব্যাটেলিয়ন কর্মকর্তারা বলেন ‘ বিষয়টি সম্পর্কে আমরা খোঁজ খবর নিচ্ছি। নিশ্চিত করা গেলে আপনাদের জানানো হবে’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category