-
- Uncategorized, সারাদেশ
- বিএফইউজের সভাপতি আলতাফ,মহাসচিব ফারুক নির্বাচিত
- Update Time : November, 28, 2015, 6:50 pm
- 748 View

বিশেষ প্রতিবেদক,নারায়ণগঞ্জ প্রতিদিন ডট কম : বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নির্বাচনে সভাপতি পদে আলতাফ মাহমুদ আর মহাসচিব পদে ওমর ফারুক নির্বাচিত হয়েছেন। সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন জাফর ওয়াজেদ।
শনিবার জাতীয় প্রেসক্লাবে সকাল ৯টায় এ নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকাল ৫টা পর্যন্ত। রাতে ফলাফল ঘোষণা করা হয়। প্রাপ্ত ফলাফলে দেখা যায়, সভাপতি আলতাফ মাহমুদ ৭৭৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবদুল জলিল ভুইয়া পেয়েছেন ৬০৫ ভোট। সহ-সভাপতি পদে জাফর ওয়াজেদ পেয়েছেন ৯০০ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী নাসিমুন আরা হক মিনু পেয়েছেন ৪৪০ ভোট।
মহাসচিব পদে ৫৮৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ওমর ফারুক। এ পদে মোল্লা জালাল ৫৭৫ ভোট এবং খায়রুজ্জামান কামাল ২৩৩ ভোট পেয়েছেন।
এছাড়া যুগ্ম-মহাসচিব পদে অমিয় ঘটক পুলক ৫০১ ভোট পেয়েছেন। এ পদে নিকটতম প্রতিদ্বন্দ্বী রফিকুল ইসলাম সবুজ পেয়েছেন ৪৪৫ ভোট। আরেক প্রতিদ্বন্দ্বী আবদুল মজিদ পেয়েছেন ৪১৩ ভোট।
ট্রেজারার পদে আতাউর রহমান ৭১১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ পদের আরেক প্রতিদ্বন্দ্বী মধুসূদন মন্ডল পেয়েছেন ৬২৬ ভোট।
নির্বাহী সদস্য পদে সৈয়দ ইশতিয়াক রেজা (৮০৯), মফিদা আকবর (৭২২), স্বপন দাশগুপ্ত (৫৯৬) এবং শফিউদ্দিন আহমেদ বিটু (৫৮২) নির্বাচিত হয়েছেন।
বিএফইউজের দুই বছর মেয়াদকালের জন্য অনুষ্ঠিত এ নির্বাচনে জলিল-কামাল পরিষদ, আলতাফ মাহমুদ-মোল্লা জালাল পরিষদ, প্যানেলের বাইরে মহাসচিব পদে ওমর ফারুক এবং ঢাকায় যুগ্ম-মহাসচিব পদে আবদুল মজিদ ও সদস্য পদে একজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন আবু তাহের। ঢাকায় ১ হাজার ৪১৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
Leave a Reply