Tuesday, November 24th, 2015




বাংলাদেশের প্রতি মৃত্যুদন্ড বিলোপের আহ্বান জাতিসংঘের

unflag_12853
ইন্টারন্যাশনাল ডেস্ক,নারায়ণগঞ্জ প্রতিদিন ডট কম : জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনারের মুখপাত্র রাভিনা শামদাসিনি মৃত্যুদণ্ডকে একটি অমানবিক চর্চা হিসাবে অভিহিত করে তা বিলুপ্ত করার জন্যে বাংলাদেশের প্রতি আহ্বান জানিয়েছেন।

 মঙ্গলবার এক বিবৃতিতে তিনি বলেন, রোববার সালাহউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মুহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ড কার্যকর করার মাধ্যমে বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া রায়ে এ পর্যন্ত মোট চারজনের মৃত্যুদণ্ড কার্যকর হলো।
 মুখপাত্র বলেন, জামায়াতে ইসলামীর নেতা মুজাহিদ ও বিএনপি নেতা চৌধুরীকে ট্রাইব্যুনাল যুদ্ধাপরাধ ও গণহত্যার দায়ে মৃত্যুদণ্ড দিয়েছিল। সুপ্রিম কোর্ট ১৮ নভেম্বর তাদের আপিল খারিজ করে।
 তিনি বলেন, ২০১০ সালে গঠনের পর থেকে ট্রাইব্যুনাল এ পর্যন্ত ১৭টি রায় দিয়েছে যার ১৫টিতে জামায়াত ও বিএনপির নেতাদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দেয়া হয়েছে। তাদের সবার বিরুদ্ধেই ১৯৭১ সালে মানবতাবিরোধী, গণহত্যা ও অন্যান্য আন্তর্জাতিক অপরাধের অভিযোগ রয়েছে।
 বিবৃতিতে রাভিনা আরও বলেন, ট্রাইব্যুনালে বিচারের সুষ্ঠুতা সম্পর্কে সন্দেহ প্রকাশ করায় আমরা দীর্ঘদিন ধরেই সতর্ক করে আসছি যে, বাংলাদেশ সরকারের মৃত্যুদণ্ড কার্যকর করা উচিত নয়।
 ‘একই ধরনের উদ্বেগ ব্যক্ত করছেন জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞরা। তারা সুষ্ঠু বিচারের আন্তর্জাতিক মান সুরক্ষা না হওয়া এবং বিচারে যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করায় মৃত্যুদণ্ড বন্ধ রাখার আহ্বান রাখছেন। কেননা ইন্টারন্যাশনাল সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটসে বাংলাদেশ সই করেছে’ যোগ করেন তিনি।
 মুখপাত্র বলেন, যে কোনো পরিস্থিতিতেই মৃত্যুদণ্ডের বিরোধিতা করে জাতিসংঘ। এমনকি এটি যদি সবচেয়ে গুরুতর আন্তর্জাতিক অপরাধও হয়, তবুও মৃত্যুদণ্ডের বিরুদ্ধে জাতিসংঘ।
 তিনি বলেন, ‘আমরা বাংলাদেশের প্রতি মৃত্যুদণ্ড বাতিলে তাই আমাদের আহ্বান পুর্নব্যক্ত করছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category