Friday, November 27th, 2015




বন্দর যুব কমান্ডের অলোচনা সভা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ প্রতিদিন ডট কম : বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যান ও পূর্নাসন সোসাইটির বন্দর থানা যুব কমান্ডের শুক্রবার সন্ধ্যায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে কুরিপাড়া চৌরাস্তার থানা বন্দরকর্যালয়ে ।
জানা গেছে,বন্দর থানা যুব কমান্ডের এক অলোচনার আয়োজন করা হয় । উক্ত সভায় সভাপতিত্ব করেন বন্দর থানা যুব কমান্ডের সভাপতি মো: আলমগীর হোসেন। তার সভাপতিত্বে সকল সদস্যদের উপস্থিতিতে তাদের মতামত নেয়া হয় । উক্ত আলোচনায় যুব কমান্ডের ভবিষ্যত কার্যক্রম সম্পর্কে আলোকপাত করা হয় । সংগঠনের কার্যক্রমে যে যার দায়ীত্ব বুঝে নেয় । এসময় সকল কর্মকান্ডের মধ্যে সবচেয়ে বেশী গুরুত্ব পায় গরীব দু:খিদের পাশে দাড়ানো,ভাল ছাত্র-ছাত্রীদের মাঝে উপবৃত্তি দেয়া,ারাঅসহায় মুক্তিযোদ্ধাদের সহায়তা,মাদক,সন্ত্রাস,চাঁদাবাজদের রোধ করা সহ নানাবিধ কার্যক্রম পরিচালনা করা ।
এসময় অনেক সদস্যদের মাঝে যারা উপস্থিত ছিলেন, প্রধান উপদেষ্টা মো: আবদুল মান্নান,সভাপতি মো; আলমগীর হোসেন,সহ-সভাপতি সাইদুল ইসলাম,সহ-সভাপতি মো: শাহিনসাধারন সম্পাদক জহিরউদ্দিন,যুগ্ন সম্পাদক মো: আয়নাল হোসেন,যুগ্ন মোক্কার হোসেন,ডা: মোস্তফা সাংগঠনিক সম্পাদক,সাংগঠনিক সম্পাদক মো: মিন্টু মিয়া,মো: মীর হোসেন কোষাদক্ষ,বিল্লাল হোসেন দপ্তর,প্রচার শাহআলম,আইন বিষয়ক সম্পাদক শাহী ইফাত জাহান মায়া সহ আরো অনেকে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category