Wednesday, November 25th, 2015




বন্দরে শিশু অপহরণ ॥ মুক্তিপণ না পেয়ে হত্যার পর লাশ নদীতে ফেলে দেয়

006
বন্দর প্রতিনিধি,নারায়ণগঞ্জ প্রতিদিন ডট কম ঃ নারায়ণগঞ্জে বন্দরের একরামপুর থেকে ৫ বছরের শিশু অপহরণ করে মাত্র ২০ হাজার টাকা মুক্তিপণ না পেয়ে হত্যাপর লাশ নদীতে ফেলে দিয়েছে। বুধবার সকালে গ্রেফতারকৃত ২ অপহরণকারী পুলিশের জিজ্ঞাসাবাদে শিশু আকিবকে অপহরণ ও হত্যার দায় স্বীকার করেছে। গত সোমবার নারায়ণগঞ্জ বন্দরের একরামপুর ইস্পাহানী এলাকার জামাল মিয়ার শিশু ছেলে আকিব(৫) অপহরণ হয়। অপহৃত শিশু আকিব বন্দরের একরামপুর ইস্পাহানী এলাকার ট্রলার চালক জামাল মিয়ার ছেলে। এ ঘটনায় বন্দর থানায় মামলা হয়েছে। মামরা নং ২৬(১১)১৫।
বন্দর থানার ওসি নজরুল ইসলাম জানান, নারায়ণগঞ্জ বন্দরের একরামপুর ইস্পাহানী এলাকার জামাল মিয়ার শিশু ছেলে আকিব (৫)কে একই এলাকার জয় মিয়ার ছেলে রতন বাড়ির পাল থেকে অপহরণ করে নিয়ে নারায়ণগঞ্জ জামতলা এলাকার গনী হাওলাদারের ছেলে জাহাঙ্গীরের কাছে দিয়ে মোবাইল ফোন ০১৯৯০৩৫৪৫৩৭ নাম্বার থেকে শিশুর পিতার মোবাইল ফোন ০১৭১৫৮৮৬১৬৮ নাম্বারে ফোন করে মাত্র ২০ হাজার টাকা মুক্তিপন দাবি করে। মুক্তিপন না পেয়ে মঙ্গলবার রাতে শিশুটিকে হত্যা করে নদীতে লাশ ফেলে দেয়। পুলিশ অপহরণকারী রতন, জাহাঙ্গীরকে গ্রেফতার ও অপহরণকারীদের আশ্রয়দাতা লালমিয়া (৩২) কে আটক করে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিশু আকিবকে অপহরণ ও হত্যার কথা স্বীকার করেছে অপহরণকারীরা। গতকাল বুধবার পুলিশ ২ অপহরণকারীকে আদালতে হাজির করলে তারা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্ধী দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category