-
- Uncategorized, সারাদেশ
- বগুরায় মসজিদে ঢুকে মোয়াজ্জেমকে হত্যা ॥ আহত ৪
- Update Time : November, 26, 2015, 7:29 pm
- 553 View

অনলাইন ডেস্ক,নারায়ণগঞ্জ প্রতিদিন ডট কম : বগুড়ার শিবগঞ্জের হরিপুর ইমাম খোমেনী শিয়া মসজিদে বৃহস্পতিবার মাগরিবের নামাজের সময় মুখোশধারী দুর্বৃত্তরা মসজিদে ঢুকে এলোপাতারি গুলিবর্ষণ করেছে। মাথায় গুলিবিদ্ধ হয়ে মসজিদের মুয়াজ্জিন মোয়াজ্জেম হোসেন (৭০) মারা গেছেন। গুলিবিদ্ধ হয়েছেন ইমামসহ তিন মুসুল্লি। এদের মধ্যে দুইজনকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল ও অন্যজনকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ মসজিদ থেকে আট রাউন্ড গুলির খোসা উদ্ধার করেছে।
হামলার পর এলাকার দোকানপাট বন্ধ হয়ে যায়। এলাকাবাসীদের মাঝে আতংক দেখা দিয়েছে। পুলিশের উর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তাৎক্ষণিকভাবে তারা হামলাকারীদের সম্পর্কে কোন মন্তব্য করতে পারেননি।
আহতরা হলেন- বগুড়ার শিবগঞ্জ উপজেলার চাককানু গ্রামের মজিবর রহমানের ছেলে মসজিদের ইমাম শাহিনুর ইসলাম (৩৫), আলাদিপুর গ্রামের খয়ের মাহমুদের ছেলে আবু তাহের (৭০) ও চাককানু গ্রামের কুদু প্রামানিকের ছেলে কুদু প্রামানিকের ছেলে আফতাব আলী (৪২)। এ সময় অন্যরা শুয়ে পড়ায় তারা অল্পের জন্য বেঁচে গেছেন।
গুরুতর আহত শাহিনুর ও তাহেরকে শজিমেক হাসপাতাল ও আফতাবকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় অন্তত ২০ জন মুসল্লি মাগরিবের নামাজ পড়ছিলেন। এ সময় ৩-৪ জনের একদল মুখোশধারী দুর্বৃত্ত মসজিদে ঢুকে এলোপাতারি গুলিবর্ষণ করে পালিয়ে যায়। এতে হরিপুর গ্রামের মৃত বছির উদ্দিনের ছেলে ওই মসজিদের মুয়াজ্জিন মোয়াজ্জেম হোসেন মাথায়, ইমাম শাহিনুর ইসলাম কোমড়ে, মুসুল্লি তাহের ও আফতাব পায়ে গুলিবিদ্ধ হন।
খবর পুলিশ বগুড়ার পুলিশ সুপার আসাদুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায়। গুলিবিদ্ধ চারজনকে প্রথমে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে মোয়াজ্জেম হোসেন, শাহিনুর ইসলাম ও আবু তাহেরকে শজিমেক হাসপাতালে স্থানান্তর করা হয়। ভর্তির পরপরই বৃদ্ধ মুয়াজ্জিন মোয়াজ্জেম হোসেন মারা যান।
এদিকে হামলার পরপরই দোকানপাট বন্ধ হয়ে যায়। এলাকাবাসীদের মাঝে আতংক দেখা দেয়। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন ওই মসজিদের ইমাম শাহিনুর ইসলাম জানান, মাগরিবের নামাজ আদায়ের সময় দুর্বৃত্তরা মসজিদে ঢুকে গুলিবর্ষণ করে। এতে তিনি ও মুয়াজ্জিনসহ ৪জন গুলিবিদ্ধ হন।
বগুড়ার পুলিশ সুপার আসাদুজ্জামান ও অতিরিক্ত পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল জানান, কারা ও কি কারণে এ হামলা চালিয়েছে তা তদন্ত ছাড়া বলা সম্ভব নয়।
Leave a Reply