নিজস্ব প্রতিবেদক,নারায়ণগঞ্জ প্রতিদিন ডট কম : নারায়ণগঞ্জ ফতুল্লা থানাধীন লামাপাড়ার পিশিরমাঠ এলাকায় অভিযান চালিয়ে ১ শ বোতল ফেন্সডিল,একটি পিকঅপ ভ্যান সহ ৩ জনকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
জানা গেছে,জেলার ফতুল্লা থানাধীন লামাপাড়া পিশিরমাঠ এলাকায় অভিযান চালিয়ে ১ শ পিছ ফেন্সিডিল একটি পিকআপ ভ্যান সহ কামরুল ৪ে০),রাসেল (২৫) ও রনি (৩০) নামের ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে ফতুল্লা থানা পুলিশের একটি আভিযানিক দল। সোমবার সন্ধ্যা সাড়ে ৯ টায় ফতুল্লার লামাপাড়া পিশিরমাঠ এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা থানার সহকারি দারোগা কামরুল সহ তার সঙ্গিয় ফোর্স সহ লামাপাড়া পিশিরমাঠ এলাকার একটি ভ্যানে অভিযান চালাতে এগিয়ে গেলে তারা গাড়ি নিয়ে পালাতে থাকে এমন সময় গাড়িটির গতীরোধ করে তলালাশীকালে গাড়ির ড্রাইভারের সিটের উপরে থাকা লাইটের বক্সের ভিতর থেকে ১ শ বোতল ফেন্সিডিল,একটি পিকআপ ভ্যান সহ ৩ জনকে আটক করা হয়।
এ বিষয়ে ফতুল্লা মডের থানার এএসআই কামরুল নারায়নগঞ্জ প্রতিদিন ডট কম’কে জানান,গোপন সংবাদের ভিত্তিতে লামাপাড়া পিশিরমাঠ এলাকা থেকে পিকআপ ভ্যানের ভিতরে ড্রাইভারের মাথার উপরে থাকা লাইটের বক্সের ভেতর থেকে ১ শ বোতল ফেন্সিডিল সহ কামরুল,রাসেল ও রনিকে আটক করা হয়। সেই সাথে একটি পিকআপ ভ্যানও জব্দ করা হয়।আমাদের এই অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান আসাদ নারায়ণগঞ্জ প্রতিদিন ডট কম’কে জানান,অত্যান্ত অভিনব কায়দায় পিকআপ ভ্যানের ভেতর থেকে ১ শ বোতল ফেন্সিডিল সহ ৩ জনকে আটক সহ একটি পিকআপ ভ্যান জদ্ব করা হয়।মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
Leave a Reply