Thursday, November 19th, 2015




ফতুল্লায় গ্যাসের চুলা বিস্ফোরণে দগ্ধ ৫

নারায়ণগঞ্জ প্রতিদিন.কম : ফতুল্লায়  গ্যাসের চুলা বিস্ফোরণে পাঁচজন দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন- মিনারা বেগম (২৮), তার স্বামী মনির হোসেন (৩৫), ছেলে মিনহাজ (৭), মিনারা বেগমের ভাতিজা আরিফ হোসেন (১৬) ও ভাগ্নে মো. রিমন (২৫)। বৃহস্পতিবার ভোর ৪টার দিকে সদর উপজেলার নতুন কোর্টতল্লা বড়বাড়ীর চারতলা ভবনের নিচতলায় এ দুর্ঘটনা ঘটে। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। আগুনে মিনারার শরীরের ৪০ শতাংশ, স্বামী মনির হোসেনের ২৩ শতাংশ, আরিফের কোমর আর বুক ও রিমনের হাত-মুখ পুড়ে গেছে বলে ঢাকা মেডিকেল সুত্রে জানা যায়। এছাড়া ছেলে মিনহাজ্বকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
আহত মনির হোসেন জানান, তার স্ত্রী মনিরা বেগম সকালে রান্না চাপিয়ে শোবার ঘরে আসলে হঠাৎ চুলার বিস্ফোরণ ঘটে। এতে আগুন ইলেকট্রিক সুইসবোর্ডের উপর পড়লে তা সারা ঘরে ছড়িয়ে পড়ে তারা দগ্ধ হন। পরে স্থানীরা তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করেন।
ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থশঙ্কর পাল এর সত্যতা নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category