অনলাইন ডেস্ক,নারায়ণগঞ্জ প্রতিদিন ডট কম : বান্ধবীর বাড়ি থেকে ফেরার পথে প্রেমিক ও তার চার বন্ধু দ্বারা ধর্ষণের শিকার হয়েছেন এক কর্মজীবী নারী। তিনি এখন মানিকগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শনিবার দুপুরে মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার কাংশা গ্রামে এ ঘটনা ঘটে।
এদিকে প্রেমিক হারুনসহ পাঁচ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ওই পাঁচ ধর্ষক ধর্ষণের ঘটনা স্বীকার করেছে।
রোববার ধর্ষক সিংগাইর উপজেলার কাংশা উত্তরপাড়া গ্রামের বাচ্চু মুন্সির ছেলে পিকআপ চালক আজাদ মুন্সি (২৫), ইউসুফ হোসেনের ছেলে রাজমিস্ত্রি রিপন হোসেন (১৯), মিনহাজ উদ্দিনের ছেলে রাজমিস্ত্রি শাহীনুর ইসলাম (১৮), রব শেখের ছেলে সিংগাইর পাইলট উচ্চ বিদ্যালয়ের জেএসসি পরীক্ষার্থী আকাশ শেখ (১৪) ও এরশাদ আলীর ছেলে সমেজুল ইসলামকে (১৬) আদালতে পাঠায় পুলিশ।
ধর্ষণের শিকার ওই মেয়েটি জানায়, শনিবার দুপুরে কাসেমপুর এলাকায় একটি লেদার ফ্যাক্টরিতে কাজ শেষ সে কাংশা গ্রামের বান্ধবী ঝর্ণা আক্তারে বাড়িতে যায়। বান্ধবীর বাড়ি থেকে ফেরার পথে ওই গ্রামের কলাবাগান মাজার এলাকায় আসা মাত্রই প্রেমিক আজাদ মুন্সি তার বন্ধুদের নিয়ে জোরপূর্বক তাকে তুলে নিয়ে যান। এরপর পাশের কলাগাছের আড়ালে নিয়ে পালাক্রমে পাঁচ বন্ধু তাকে ধর্ষণ করে ফেলে পালিয়ে যায়।
মেয়েটির চাচা জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে বাড়ি নিয়ে আসি। পরে সিংগাইর থানা পুলিশকে ঘটনাটি জানালে পুলিশ ধর্ষিতাকে চিকিৎসার জন্য সদর হাসপাতালে ভর্তি করে। ধর্ষণের আলামতও পুলিশ উদ্ধার করেছে।
মামলার তদন্ত কর্মকর্তা সিংগাইর থানার (ওসি তদন্ত) আমিনুল ইসলাম ধর্ষণের ঘটনার সত্যতা স্বীকার করে যুগান্তরকে জানান, ধর্ষিতাকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে এবং শনিবার রাতেই অভিযান চালিয়ে আসামীদের গ্রেফতার করা হয়।
পুলিশের ওই কর্মকর্তা আরও জানান, আসামিদের জিজ্ঞাসাবাদে তারা মেয়েটিকে পালাক্রমে ধর্ষণের কথা স্বীকার করেছে।
Leave a Reply