বন্দর থানা প্রতিনিধি,নারায়ণগঞ্জ প্রতিদিন ডট কম : আবির (৪) নামে এক শিশুর র্মমান্তিক মৃত্যু ঘটেছে। মঙ্গলবার দুপুরে বন্দর থানার দিঘলদী এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত শিশু আবির উক্ত এলাকার ফুল ব্যাবসায়ী আনোয়ার হোসেন মিয়ার একমাত্র ছেলে। নিহতের আতœীয় স্বজন সূত্রে জানা গেছে, দিঘলদী এলাকার ফুল ব্যবসায়ী আনোয়ার হোসেন মিয়ার অবুঝ ছেলে আবির তাদের বাড়ীর সামনে খেলা করছিল। হঠাৎ খেলার ছলে আবির বাড়ীর সামনের পুকুরে পরে যায়। পরে তার আতœীয় স্বজনরা আবিরকে বাড়ীতে না পেয়ে পুকুরপাড়ে খোঁজতে বের হয়। পরে ওই পুকুর থেকে তার আতœীয় স্বজনরা আবিরের মৃত দেহ উদ্ধার করে। পরে বাদ মাগরীব উক্ত এলাকায় আবিরের জানাযা শেষে স্থানীয় কবরস্থানে লাশ দাফন সম্পর্ন করে তার আতœীয় স্বজনরা।
আবিরের বড় চাচা ইসমাইল হোসেন বলেন, আবির বাড়ির সামনে খেলা করার সময় পাশের পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর এলাকাবাসী পুকুরের পানিতে আবিরকে ভাসতে দেখে উদ্ধার করে দ্রুত নারায়ণগঞ্জ ১’শ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
Leave a Reply