নারায়ণগঞ্জ প্রতিদিন ডট কম : ১৭ নভেম্বর মঙ্গলবার বিকেল তিনটায় গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী মুজিবুল হক চুন্নূর সাথে বৈঠক করেছেন নারায়ণগঞ্জ জেলা শ্রমিক কর্মচারী ঐক্যজোটের একটি প্রতিনিধি দল।
মন্ত্রনালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে প্রতিনিধি দলের নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ জেলা শ্রমিক কর্মচারী ঐক্যজোটের প্রধান সমন্বয়ক শ্রমিক নেতা কাওসার আহমেদ পলাশ। এ সময় আরো উপস্থিত ছিলেন ঐক্যজোটের সমন্বয়ক (কর্মসূচি) আবুল খায়ের ভূইয়া, সমন্বয়ক (সাংগঠনিক) গোলাম কাদের, কার্যকরী কমিটির সদস্য শাহাদাত হোসেন সেন্টু, জাহাঙ্গির আলম, আরিফুল ইসলাম প্রমূখ।
শ্রমিকদের মৃত্যুকালীন সুবিধা নিশ্চিতকরণ, নারায়ণগঞ্জে শ্রম ভবন নির্মাণ, গার্মেন্টস শ্রমিকদের বেতন বৃদ্ধি, শ্রম হাসপাতাল নির্মানসহ ২০ দফা দাবী দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে প্রতিনিধিদলের সাথে গঠনমূলক আলোচনা করেন মন্ত্রী। এ সময় শ্রমিক নেতা কাওসার আহমেদ পলাশ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রীকে জানান, শ্রম ভবন নির্মানের জন্য নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি সেলিম ওসমান যে ৩ কোটি টাকা বরাদ্দ করেছেন তা দিয়ে ভবনটি নির্মান কাজ দ্রুত গতিতে শুরু করেন তবে নারায়ণগঞ্জের লক্ষ লক্ষ শ্রমিক উপকৃত হবে। এছাড়া গার্মেন্টস সেক্টরের মত প্রতিটা সেক্টরে শ্রমিকদের ইন্স্যুরেন্স প্রথা চালু করতে মন্ত্রীর কাছে আবেদন করেন তিনি।
মন্ত্রী মনোযোগ দিয়ে নেতৃবৃন্দের কথা শুনেন এবং যত দ্রুত সম্ভব তা পূরণের আশ্বাস দেন। তিনি শ্রমিক নেতৃবৃন্দকে জানান, ঢাকায় অবস্থিত শ্রমভবনে যে তিনটি শ্রম আদালত আছে তা থেকে একটি নারায়ণগঞ্জে ও একটি আশুলিয়ায় স্থানান্তর করা হবে।
মন্ত্রী আরো বলেন, শ্রমভবন নির্মাণের জন্য ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর অনুমোদন নেওয়া হয়ে গেছে, এখন মাঠ পর্যায়ে তদন্ত চলছে।
এ বিষয়ে প্রতিনিধিদলের নেতা কাওসার আহমেদ পলাশ টাইমস নারায়ণগঞ্জকে জানান, আমরা যতটা আশা করেছিলাম তার চেয়ে অনেক বেশী পেয়েছি। মাননীয় মন্ত্রী আমাদের জানিয়েছেন, শ্রম হাসপাতাল নির্মাণ হবে সরকারী টাকায়। আর এমপি সেলিম ওসমান যে ৩ কোটি টাকা দিয়েছেন তা দিয়ে একটা শ্রমিক কল্যাণ ফান্ড গঠন করা হবে। এই ফান্ড থেকে শ্রমিকদের ঔষধ পথ্যের ব্যবস্থা করা হবে। এছাড়া যে সকল ব্যবসায়ী পন্য রফতানি করেন সে সকল মালিকদের কাছ থেকে ০.৩% টাকা সরকার কেটে নেবে। এ থেকে প্রতিবছর প্রায় ৮০ থেকে ৯০ কোটি টাকা জমা হবে এবং তা দিয়ে শ্রমিকদের মৃত্যুর পর ২ লাখ টাকা করে তার পরিবারকে দেয়া হবে। তিনি আরো বলেন, নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি সেলিম ওসমান আজকের এই বৈঠকের ব্যাপারে আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছেন। এ জন্য নারায়ণগঞ্জ জেলা শ্রমিক কর্মচারী ঐক্যজোটের নেতৃবৃন্দসহ ৭৪ টি শ্রমিক সংগঠনের পক্ষ থেকে আমরা তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
Leave a Reply