Sunday, November 29th, 2015




নির্বাচন পেছানোর বিষয়ে সিদ্ধান্ত সোমবার॥ কাজী রকিবউদ্দিন

rakib+jugantor_15375
বিশেষ প্রতিবেদক,নারায়ণগঞ্জ প্রতিদিন ডট কম : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমেদ বলেছেন, নির্বাচন ১৫ দিন পেছানোসহ রাজনৈতিক দলগুলোর প্রস্তাবের বিষয়ে সোমবার কমিশন বৈঠকে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।

 রোববার বিকাল ৫টার দিকে নির্বাচন কমিশনে অপেক্ষমাণ সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
এর আগে বেলা সাড়ে ১১টা থেকে দিনভর কয়েক দফায় আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির সঙ্গে পৌরসভা নির্বাচন নিয়ে বৈঠকে করেন সিইসি।
 তিনি বলেন, ‘বিএনপি কমিশেনর সঙ্গে সাক্ষাতকালে যে দাবি তুলে ধরেছে, সে বিষয়ে আমরা তাদের সঙ্গে আলোচনা করেছি। এ বিষয়ে সোমবার কমিশন বৈঠকে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।’
 রকিবউদ্দীন বলেন, আমরা আগেই বলেছি, আমাদের কিছু আইনি বাধ্যবাধকতা রয়েছে। বিধি অনুযায়ী নির্বাচন করার শেষ সময় ৭ ফেব্রুয়ারি। সেক্ষেত্রে আমরা অল্প সময় পেয়েছি। আমাদের নির্বাচনের প্রস্তুতি ছিল। বিধি অনুয়ায়ী ৩০ তারিখ নির্বাচন করতে না পারলে আইন ভঙ্গ হবে।
 তিনি বলেন, জানুয়ারিতে ভোটগ্রহণ সম্ভব নয়। কারণ ২ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করতে হবে। এরপর কিছু দাবি-আপত্তি থাকে, সেগুলোও নিষ্পত্তি করে চূড়ান্ত তালিকা প্রকাশ করতে হবে। ফেব্রুয়ারিতে এসএসসি ও এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিএনপির আটক নেতাদের মুক্তির জন্য নির্বাচন কমিশন কোনো উদ্যোগ নেবে কিনা- জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের অ্যাকশনগুলো কোর্টে চলে যায়। কোর্ট যে সিদ্ধান্ত দেবে, সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। কাউকে যেন অযাচিতভাবে আটক বা হয়রানি করা না হয় নির্বাচন কমিশন তা প্রত্যাশা করে।’

 বিএনপির পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল রোববার দুপুরে সিইসির সঙ্গে সাক্ষাত করেন। এ সময় তারা আসন্ন পৌরসভা নির্বাচনে প্রচারণায় এমপি (সংসদ সদস্য) ও মন্ত্রীদের অংশগ্রহণের বিরোধিতা করেন।
 এ ছাড়া নির্বাচন ১৫ দিন পেছানোসহ দলটির মহাসচিব এবং সকল আটক নেতাকর্মীদের মুক্তি দিয়ে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার দাবি জানানো হয়।
 আগামী ৩০ ডিসেম্বর দেশের ২৩৬ পৌরসভায় ভোটগ্রহণের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এই প্রথম দেশে স্থানীয় কোনো নির্বাচনে দলীয় প্রতীকে ভোটগ্রহণ হবে। এক্ষেত্রে দলীয় প্রতীকে কেবল মেয়র পদে ভোট হবে। কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদে আগের মতই নির্দলীয়ভাবে ভোটগ্রহণ করবে ইসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category