Tuesday, November 24th, 2015




নাসিক ৮নং ওয়ার্ড কমিউনিটি পুলিশের উদ্যোগে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

p1-24-11-15
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি,নারায়ণগঞ্জ প্রতিদিন ডট কম : নারায়ণগঞ্জ মহানগর ৮নং ওয়ার্ড কমিউনিটি পুলিশের উদ্যোগে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১১টায় সিদ্ধিরগঞ্জের গোদনাইল চৌধুরীবাড়ী এলাকার বন্ধু সিনেমা হলের সামনে এ ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়। সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো:সরাফত উল্লাহ’র সভাপতিত্বে উক্ত ওপেন হাউজ ডে’তে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ পুলিশ প্রশাসনের সহকারী পুলিশ সুপার (প্রশাসন) মহিবুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ পুলিশ প্রশাসনের সহকারী পুলিশ সুপার এ-সার্কেল মো:ফোরকান সিকদার, সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো:রফিকুল ইসলাম,থানা কমিউনিটি পুলিশের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো:শাহ আলম।
ওপেন হাউজ ডে’তে ৮নং ওয়ার্ড এলাকার মাদক,সন্ত্রাস,চাঁদাবাজী ও ইভটিজিং নিয়ে অতিথিরা জনসচেতনতা মূলক বক্তব্য প্রদান করেন। সমাজ থেকে এসব ব্যাধি নির্মূল করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান পুলিশ প্রশাসনের দায়িত্বরত কর্তা ব্যক্তিরা। জনগনের স্বত:স্ফুর্ত অংশগ্রহন ছাড়া এসব সমস্যা সমাধান করা সম্ভব নয় বলেও তারা অভিমত ব্যক্ত করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানার সেকেন্ড অফিসার এসআই জসিম উদ্দিন, থানা জাপা সভাপতি কাজী মো:মহসিন,৮নং ওয়ার্ড কমিউনিট পুলিশের সভাপতি এমএ বারী,সাধারন সম্পাদক এস এইচ এম মাহাবুব,জিকেএসপির সভাপতি সাংবাদিক গাজী সেলিম আহম্মেদ,চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশনের সভাপতি মহসিন ভুঁইয়া,রেল লাইন আদর্শ বাজার ব্যবসায়ী এসোসিয়েশনের সাধারন সম্পাদক দিল মোহাম্মদ দিলু,সিদ্ধিরগঞ্জ সোনালী অতীত ক্লাবের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম ভুঁইয়া ও থানা ছাত্রলীগ সদস্য শিহাব উদ্দিন রিপনসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category