শহর প্রতিবেদক,নারায়ণগঞ্জ প্রতিদিন ডট কম : জেলার সোনারগাঁও উপজেলার বৈদ্যের বাজার ইউনিয়নের ফসলি জমি, বসতভিটি ও কর্মসংস্থান রক্ষার দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে বৈদ্যের বাজারের এলাকাবাসী এ সংবাদ সম্মেলন করেন।
এসময় বৈদ্যের বাজার এলাকাবাসীদের মধ্যে উপস্থিত ছিলেন আবুল ফয়েজ শিপন, মো: হাসান, মো: আব্দুর রশিদ, প্রকৌশলী সাইফুল আলম, মাসুদুজ্জামান মাসুদ, বিধান দেবনাথ, ইব্রাহিম মিয়া, আব্দুল কাদির, বাচ্চু মিয়াসহ আরো কয়েকজন।
সোনারগাঁও উপজেলাবাসীর প্রতি বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সু-দৃষ্টি কামনা করে সংবাদ সম্মেলনে তারা বলেন, ঢাকায় পানি সরবরাহের জন্য বৈদ্যের বাজার ইউনিয়নের হাড়িয়া এলাকার মেঘনা নদীর তীরবর্তী স্থানে ওয়াসার ইন্টেক পয়েন্ট স্থাপন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওয়াসার বর্তমান নির্ধারিত স্থানে ইন্টেক পয়েন্ট স্থাপন করলে প্রায় ২০টি গ্রামের মানুষ, ফসলি জমি ও আমান গ্রুপ ধ্বংস হয়ে যাবে।
বর্তমানে আমান গ্রুপের প্রতিষ্ঠানটি প্রমিক অবস্থায় থেকে ৪/৫’শ পরিবার প্রধানের কর্ম সংস্থানের সৃষ্টি হয়েছে। ভবিষ্যতে এ প্রতিষ্ঠানটি পূর্নরূপে গড়ে উঠলে ১০ থেকে ১৫ হাজার পরিবার প্রধানের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে জানান তারা। তাই বর্তমানের নির্ধারিত স্থান থেকে ২ কিলোমিটার উত্তরে ওয়াসার ইনটেক পয়েন্ট স্থাপনের জন্য জানান বক্তারা।
Leave a Reply