অনলাইন ডেস্ক,নারায়ণগঞ্জ প্রতিদিন ডট কম : নারায়ণগঞ্জের ফতুল্লা গুদারাঘাট থেকে কেরানীগঞ্জ জাজিরা পার হওয়ার সময় বুড়িগঙ্গায় বালুবাহী ট্রলারের ধাক্কায় একটি যাত্রীবাহী ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। সোমবার ৩ টায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় মাহমুদ আলী (৪২) নামে একজনকে মুমর্ষ অবস্থায় উদ্ধার করে শহরের ৩০০ শয্যা বিশিষ্ট খানপুর হাসপাতালে তার মৃত্যু হয়। তাৎক্ষনিক তার পরিচয় পাওয়া যায়নি।
ট্রলারে থাকা ১০ জন যাত্রীর মধ্যে ৯ জনকে উদ্ধার করা হলেও সুলতানা আক্তার বেবী (৩৫) নামে এক নারী নিখোঁজ রয়েছেন।
প্রত্যক্ষদর্শী ট্রলার চালক রাজিব নারায়ণগঞ্জ প্রতিদিন ডট কম’কে জানান, নিখোঁজ সুলতানা আক্তার বেবীর বাড়ি জাজিরা উৎরাইল গ্রামে। তার স্বামী মহিউদ্দিন মন্টু মালয়েশিয়া প্রবাসী।
বেবীর বড় বোন রাশিদা জানান, বেবীর তার ছেলে আলিফকে নিয়ে নারায়ণগঞ্জে ডাক্তারের কাছে গিয়ে ছিল। বাড়ি আসার পথে ট্রলার ডুবে বেবী নিখোঁজ হয়েছেন। তার ছেলেকে উদ্ধার করা হয়েছে।
Leave a Reply