-
- Uncategorized, সারাদেশ
- দিনাজপুরে কে এই ইতালীয় নাগরিক?
- Update Time : November, 18, 2015, 6:47 pm
- 560 View

দিনাজপুরে পিয়েরো পারোলারি নামে ইতালিয়ান যে নাগরিক আহত হয়েছেন, তিনি প্রায় ৩০ বছর ধরে বাংলাদেশে আছেন।
তার পরিচিতরা বলছেন, বাংলাদেশের উত্তরাঞ্চলের বিভিন্ন শহরে তিনি বাস করছেন প্রায় ১০ বছর ধরে। বর্তমানে পিয়েরো পারোলারি দিনাজপুর শুইহারি নাভারা ক্যাথলিক মিশনে কাজ করছিলেন।
দিনাজপুরের স্থানীয় সাংবাদিক আসাদুল্লাহ সরকার বিবিসি বাংলাকে জানান, পারোলারি দিনাজপুরে বসবাস করছেন ২০০৭ সাল থেকে।
তিনি বলেন, পঞ্চাশোর্ধ্ব এই ইতালীয় নাগরিক খুবই সাধারণ জীবন-যাপন করতেন।
তিনি পারোলারিকে দেখেছেন খুব নিরিবিলি জীবন-যাপন করতে, সাধারণ মানুষের সাথে তার তেমন একটা সখ্যতা ছিল না।
তিনি পেশায় একজন চিকিৎসক বলে জানিয়েছে পুলিশ।
পারোলারিকে অনেক দিন ধরে দেখেছেন দিনাজপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক তরুণকান্তি হালদার।
তিনি বিবিসি বাংলাকে বলেন, যারা যক্ষ্মা রোগ নিয়ে এই হাসপাতালে চিকিৎসা নিতে আসেন তারা যাতে সঠিক চিকিৎসা পান, সে ব্যাপারে তিনি হাসপাতাল এবং সরকারি সেবাপ্রতিষ্ঠানের সাথে সমন্বয় করতেন।
পারোলারি ডিগ্রিধারী কোনো চিকিৎসক ছিলেন না জানিয়ে হালদার বলেন, চিকিৎসা সমন্বয়ের পাশাপাশি পারোলারি নৈতিক বিভিন্ন বিষয়ে শিক্ষা দিতেন এসব রোগীদের।
Leave a Reply