Friday, November 20th, 2015




দলীয় নির্বাচন : কাশীপুর ইউপি’র আ’লীগের টিকেট পাবে কে?

ec logo

ফতুল্লা করেসপন্ডেন্ট,  নারায়ণগঞ্জ প্রতিদিন.কম : আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন নিয়ে ফতুল্লার প্রতিটি ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীরা প্রচারনায় ইতিমধ্যে মাঠে নেমে পড়ছে। আগামী ইউপি নির্বাচন হবে দলীয় প্রতীকে। তার মানে রাজনৈতিক দলের মনোনয়ন যিনি পাবেন তিনি দলীয় প্রতীক পাবেন।

ফতুল্লার অন্যতম ইউনিয়ন হলো কাশীপুর ইউনিয়ন পরিষদ। কাশীপুর ইউপি নির্বাচন নিয়ে চলছে নানা গুঞ্জন। ক্ষমতাশীন দল থেকে মনোনয়ন কে পাবে এনিয়ে স্থানীয়দের মাঝে নানা কৌতুহল লক্ষ্য করা গেছে।
জানাযায়, ২০১১ সালে কাশীপুর ইউপি নির্বাচনে ক্ষমতাশীন দলের সার্পোট নিয়ে নির্বাচিত হন মোমেন সিকদার। এর পরই ফতুল্লার উন্নয়নের মডেল হিসেবে কাশীপুরে পরিচিতি পেয়েছে। তবে বর্তমানে ফতুল্লার ক্ষমতাশীন দলের প্রভাবশালী নেতার সাথে মনোমালিন্য রয়েছে মোমেন সিকদারের। তাই দল থেকে মনোনয়ন তিনি পাবেন কিনা তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। আর  সকল প্রশ্নের সমাধান দিবে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান।
এদিকে স্থানীয়দের সূত্রে জানাযায় , ফতুল্লার প্রভাবশালী এক নেতার আশ্বাসে টান বাজারের এক সময়ের পতিতা ব্যবসায়ি নির্বাচনের প্রস্তিতিও নিচ্ছেন। ইতিমধ্যে মিষ্টি বিতরণ করেছে পরিবহন ব্যবসায়ী স্বঘোষিত এই প্রার্থী। সম্প্রতি ফতুল্লার সেই প্রভাবশালী নেতা রাইফেল ক্লাবে সাংসদ শামীম ওসমানের কাছে পতিতা ব্যবসায়ি কে মনোনয়ন দেওয়ার জন্য আবেদনও করেছে। কাশীপুরের উন্নায়নের অগ্রগতি ধারাবাহিক রাখতে হলে কোন পতিতা ব্যবসায়ি কিংবা পেশী শক্তি লোককে মনোনয়ন না দেওয়ার জন্য সাংসদের প্রতি স্থানীয়দের অনুরোধ, সাংবাদিক পরিচয় পেয়ে এলাকাবাসী এমনটাই জানলেন ।
উল্লেখ্য, ২০১১ সালের ৯ই জুন ক্ষমতাশীন দলের সমর্থনে তালা মার্কা নিয়ে নির্বাচিত হন মোমেন সিকদার। আগামী কয়ক মাস পরই অনুষ্ঠিত হবে কাশীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন। দলীয় মনোনয়ন কে পাবে তা নিয়ে কাশীপুরে নানা গুঞ্জণ চলছে। তবে আর কিছু দিন পরই জানাযাবে কে পাবে মনোনয়ন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category