নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বেগম খালেদা জিয়ার গ্রেফতারি পরোয়ানা বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে বাংলাদেশের সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী জানতে চান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ৪০/৫০ দিন ধরে নিজ কার্যালয়ে অবরুদ্ধ আছেন। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এদিকে সরকার থেকে বলা হয়েছে সরকার পশ্চিমা বিশ্বের কোনো হস্তক্ষেপ বরদাশত করবে না। এমতাবস্থায় জাতিসঙ্ঘের অবস্থান কী? জবাবে স্টিফেন ডুজারিক জানান, আবশ্যিকভাবে আমরা (জাতিসঙ্ঘ) বিএনপি নেত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির বিষয়ে সচেতন রয়েছি। জাতিসঙ্ঘ মহাসচিব এ বিষয়ে গভীরভাবে উদ্বিগ্ন। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে ব্যাপক অস্থিরতা ও রাজনৈতিক সহিংসতা চলছে। বাংলাদেশের দীর্ঘ মেয়াদি উন্নয়ন ও স্থিতিশীলতার জন্য মহাসচিব বর্তমান সঙ্কটের শান্তিপূর্ণ সমাধানে রাজনৈতিক নেতাদের প্রতি আবারো আহ্বান জানিয়েছেন।
বাংলাদেশ প্রশ্নে বিদেশী আরেক সাংবাদিক জানতে চান, মানবাধিকার হরণের জন্য আন্তর্জাতিক অপরাধ আদালতে বেশ কয়েকজন র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সদস্যের তালিকা দেয়া হয়েছে। যারা জাতিসঙ্ঘের এমওএনইউএসসিও (The United Nations Organization Stabilization Mission in the Democratic Republic of the Congo) মিশনে সম্পৃক্ত রয়েছেন। এখনো বাংলাদেশে সহিংসতা চলছে, মানবাধিকার হরণ করা হচ্ছে। যারা দেশটিতে মানবাধিকার হরণ করছে তাদেরকে শান্তিরক্ষী মিশনে পাঠানো হচ্ছে। জাতিসঙ্ঘ এসব বিষয়ে উদ্বেগ প্রকাশ করে আসছে। এমতাবস্থায় যারা মানবাধিকার হরণের সাথে জড়িত তাদের শান্তিরক্ষী মিশনে যোগদানের বিষয়ে ডিপার্টমেন্ট অব পিস কিপিং অপারেশন কী ব্যবস্থা নিচ্ছে? জবাবে স্টিফেন ডুজারিক বলেন, আমি আপনার প্রশ্ন বুঝতে পেরেছি এবং মনোযোগ দিয়ে আপনার প্রশ্ন শুনেছি। আপনি যে প্রশ্ন করেছেন আমি গতকালও আমার সাধ্য অনুযায়ী জবাব দেবার চেষ্টা করেছি। যেসব ব্যাক্তিদের বিরুদ্ধে এসব অভিযোগ রয়েছে তাদের বিষয়টি খতিয়ে দেখার জন্য ডিপার্টমেন্ট অব পিস কিপিং অপারেশনের নিজস্ব মানদণ্ড রয়েছে। এবিষয়ে সুনির্দিষ্ট তথ্য পেলে আমি আপনাকে জানাবো।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সাম্প্রতিক প্রতিবেদনের বিষয়টি দৃষ্টি আকর্ষন করে আরেক সাংবাদিক জানতে চান, বাংলাদেশে আইনশৃঙ্খলা বাহিনী প্রতিনিয়ত বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে। গতকালও জনপ্রতিনিধিসহ ৮ জনকে হত্যা করা হয়েছে। এমতাবস্থায় জাতিসঙ্ঘের অবস্থান কী? জবাবে স্টিফেন ডুজারিক বলেন, এবিষয়ে আমি জাতিসঙ্ঘ মহাসচিবের অবস্থান কয়েক দফা তুলে ধরেছি। মহাসচিব বর্তমান পরিস্থিতির উন্নয়নে রাজনৈতিক নেতাদের একটি শান্তিপূর্ণ সমঝোতার আহ্বান জানিয়ে আসছেন। আর এভাবেই সমাধান আসতে পারে। যার জন্য আমরা অপেক্ষা করছি।
Leave a Reply