-
- Uncategorized, সারাদেশ
- ক্যামব্রিয়ান স্কুলের হোস্টেল থেকে ছাত্রীর লাশ উদ্ধার
- Update Time : November, 26, 2015, 7:20 pm
- 769 View

বিশেষ প্রতিবেদক,নারায়ণগঞ্জ প্রতিদিন ডট কম : রাজধানীর গুলশানের নর্দ্দা এলাকায় ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের হোস্টেল থেকে দ্বাদশ শ্রেণীর এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় হোস্টেলের পঞ্চম তলার একটি কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়।
ওই ছাত্রীর নাম সামিয়া-তুজ-সাদেকা ইমা (১৭) বলে জানিয়েছেন গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) শেখ সোহেল রানা।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, কলেজের হোস্টেলের একটি কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় সাদিয়ার লাশ পাওয়া যায়। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। তবে প্রাথমিকভাবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাতে পারেননি।
কীভাবে তার মৃত্যু হয়েছে ময়নাতদন্তের পরে তা জানা যাবে বলেও মন্তব্য করেন তিনি।
গত বছরের ১৭ অক্টোবরও এই শিক্ষাপ্রতিষ্ঠানটির হোস্টেল থেকে জাহিদুল ইসলাম রায়হান নামে এক ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছিল।
Leave a Reply