স্পেশাল করেসপান্ডেন্ট,নারায়ণগঞ্জ প্রতিদিন ডট কম : ময়লা ফেলার স্থানে ইকো পার্ক নির্মাণ করায় নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমানের ভূয়সী প্রশংসা করলেন ঢাকা বিভাগীয় কমিশনার জিল্লার রহমান।সোমবার সকালে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম সংলগ্ন ময়লা ফেলার স্থানে নির্মাণাধীন ইকো পার্ক পরিদর্শনে এসে তিনি সন্তোষ প্রকাশ করেন।জিল্লার রহমান বলেন, কি জায়গা কি হয়ে গেলো। কিছু দিন আগেও কল্পনা করা যায়নি এখানে এসে দাঁড়াবো। ময়লার গন্ধে দম বন্ধ হয়ে যেত কিন্তু আজ এখানে এসে চোখ জুড়িয়ে গেলো। সত্যি শামীম ওসমান অনন্য এক ব্যক্তিত্ব। অসম্ভবকে সম্ভব করা একমাত্র তার পক্ষেই সম্ভব। আসলে শামীম ওসমান সকল প্রশংসার দাবীদার।এ সময় অভূতপূর্ব পরিকল্পনা ও কাজের প্রশংসা করে শাহ্ নিজামকে ধন্যবাদ জানান জিল্লার রহমান।পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আনিছুর রহমান মিঞা, সদর উপ-জেলার নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার চৌধুরীসহ আরো অনেকে।ইকো পার্ক নির্মাণ নিয়ে জেলা যুবলীগের যুগ্ন সম্পাদক শাহ্ নিজাম লাইভ নারায়ণগঞ্জকে জানায়, যত কষ্ট হউক না কেন শামীম ওসমান যে ঘোষণা দিয়েছেন তা বাস্তবায়িত করা হবে। যা নারায়ণগঞ্জবাসীর জন্য অন্যতম বিনোদনের জায়গা হবে। তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।
Leave a Reply