-
- Uncategorized, আরোও, সারাদেশ
- আড়াই মাস পর বিএনপি রাজনৈতিক কার্যালয়ে খালেদা জিয়া
- Update Time : November, 24, 2015, 6:54 pm
- 547 View

লন্ডন থেকে ফিরে প্রায় আড়াই মাস পর গুলশানের রাজনৈতিক কার্যালয়ে গেলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

মঙ্গলবার রাত সোয়া ৯টায় তিনি কার্যালয়ে প্রবেশ করেন। এ সময় দলের সিনিয়র নেতারা তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান। পরে বিএনপি চেয়ারপারসন দলের সিনিয়র নেতাদের সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠক করেন।
এদিকে বিএনপি চেয়ারপারসনের আসার খবরে সন্ধ্যা থেকে দলীয় নেতাকর্মীরা জমায়েত হন কার্যালয়ে। খালেদা জিয়ার উপস্থিতিতে ৮৬ নম্বর রোডের ৬ নম্বর বাড়িটি নেতাকর্মীদের পদাচরণায় ফিরে পায় প্রাণচাঞ্চল্য।
গত ১৫ সেপ্টেম্বর চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যাওয়ার আগের দিন খালেদা জিয়া সর্বশেষ কার্যালয়ে আসেন। বিএনপি চেয়ারপারসন চিকিৎসার জন্য লন্ডন গেলেও দলটির নেতাকর্মীরা মনে করেন, শুধু চিকিৎসাই নয়; এর পেছনে একটি রাজনৈতিক তাৎপর্যও রয়েছে। যুক্তরাজ্য থেকে গত ২১ নভেম্বর দেশে ফেরার পর বিশ্রাম নিয়ে মঙ্গলবার প্রথমবার খালেদা জিয়া অফিসে যান। সেখানে দলের নেতাকর্মীরা তার সঙ্গে স্বাক্ষাত করেন।
এ সময় কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, চৌধুরী কামাল ইবনে ইউসুফ ও আলতাফ হোসেন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা এম ওসমান ফারুক, খন্দকার মাহবুব হোসেন, এম এ কাউয়ুম ও আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির যুগ্ম-মহাসচিব মোহাম্মদ শাজাহান, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, দলের মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন, যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ উপস্থিত ছিলেন।
Leave a Reply