নিজস্ব প্রতিনিধি,নারায়ণগঞ্জ প্রতিনিধ : নারায়ণগঞ্জের আড়াইহাজার গির্দা চৌধুরীপাড়া নজরুল ইসলাম বাবু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেনীর ছাত্রী মোসাম্মাত হাফসা আকতার রুপার হত্যাকারীদের ফাঁসির দাবীতে প্রেসক্লাবের সামনে বুধবার সকাল সাড়ে ১১ টায় মানববন্ধন অনুষ্ঠিত হয় ।
উক্ত মানববন্ধনে নারায়ণগঞ্জ জেলা শাখার বাসদের সভাপতি কমরেড হাফিজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্যে রাখেন নারায়ণগঞ্জ জেলা মহিালা পরিষদের সাধারন সম্পাদক হাসিনা পারভিন,নাগরিক কমিটির সাধারন সম্পাদক আবদুর রহমান,গার্মেন্টস শ্রমীক ইউনিয়নের সাধারন সম্পাদক ইকবাল,নুরে আলম,মনসুর আলী,নাসিরউদ্দিন,হাফসার মা লিপী আক্তার,দাদা আতাবউদ্দিন,দাদী সাফিয়া,চাচা আমজাদ,মামা মামুন,নানা মোতালিব,ফুফু নুরজাহান,মামি শান্তনা বেগম সহ আড়াইহাজার উপজেলার আরো অনেকে বক্তব্য রাখেন । বক্তব্যের এক পর্যায়ে বিভিন্ন নেত্রিবৃন্দের পাশাপাশি কান্না জড়িত কন্ঠে নিহত হাফসার মা লিপী তার বক্তব্যে বলেন,প্রধানমন্ত্রীর নিকট আমার নিস্পাপ কন্যার খুনিদের উপযুক্ত বিচারের দাবী জানাই । এই হত্যাকান্ডের বিচার করে খুনিদের ফাঁসিতে ঝুলিয়ে মুত্যুদন্ড কর্যকর করার দাবীও জানান তিনি ।
Leave a Reply