Tuesday, November 17th, 2015




আমার শর্তে কাজ করতে হবে: আইএমএফকে মুহিত

24542 copy
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বাংলাদেশের জন্য প্রায় ২৬ কোটি মার্কিন ডলার ছাড়ের সাথে সংস্কার কর্মসূচি চালিয়ে যেতে সুপারিশ করেছে। তারা শর্ত দেয়। আমি বলেছি, তোমরা শর্ত দেবে না। আমার শর্ত অনুযায়ী কাজ করতে হবে।
বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ সুরমা গণগ্রন্থাগারের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে আয়োজিত আলোচনাসভায় তিনি এ কথা বলেন।
দুই বিদেশি নাগরিক হত্যা বিচ্ছিন্ন ঘটনা উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, `এ বিষয়টাকে ইস্যু করা হচ্ছে। বাংলাদেশে এমন কোনো অবস্থা হয়নি যে বিদেশিরা মুখ ফিরিয়ে নেবে।`
তিনি প্রশ্ন তোলেন, নিউইয়র্কে কত হাজার লোক মারা যায়? এর মধ্যে কত বাঙালি আছে?
সভায় সভাপতিত্ব করেন ব্যারিস্টার নূরুল ইসলাম। মো. শামছুল ইসলাম ও অরুণ দেবনাথ সাগরের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেটের জেলা প্রশাসক জয়নাল আবেদীন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সাবেক সংসদ সদস্য জেবুন্নেছা হক, চেয়ারম্যান মাখন মিয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্রাবন্তী রায়, আওয়ামী লীগ নেতা শামছুল আলম প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন মেট্রোপলিটন ইউনির্ভাসিটির সাবেক ভিসি অধ্যাপক আব্দুল আজিজ, মদনমোহন কলেজের অধ্যক্ষ ড. আবুল ফতেহ ফাত্তাহসহ অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category